Physics

এমপ্লিফায়ার কী? ট্রানজিস্টর কিভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে?

এখানে এমপ্লিফায়ার কাকে বলে, অ্যামপ্লিফায়ার কী এবং ট্রানজিস্টর কীভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে বিস্তারিত উল্লেখ করা হলো।

এপ্লিফায়ার অর্থ হলো বিবর্ধক। কোনো সংকেত কে বিবর্ধিত করাই এর কাজ। এটি এমন একটি বৈদ্যুতিক ডিভাইস যা কোনো ইনপুট সিগন্যালের কারেন্ট বা শক্তি বাড়িয়ে তুলতে পারে। এটি একটি বৈদ্যুতিক সার্কিট যা তার ইনপুট টার্মিনালগুলিতে প্রয়োগ করা সংকেতের প্রশস্ততা বাড়ানোর জন্য বিদ্যুৎ সরবরাহ থেকে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে, তার আউটপুটে আনুপাতিকভাবে বৃহত্তর সংকেত উৎপাদন করে।

এমপ্লিফায়ার কাকে বলে?

যে যন্ত্র তার ইনপুটে দেয়া দূর্বল সংকেতকে আউটপুটে বিবর্ধিত করে তাকে এমপ্লিফায়ার বলে। এটি এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা কোনও ইনপুট সিগন্যালের শক্তি বাড়িয়ে তুলতে পারে।

অ্যামপ্লিফায়ার কী, ট্রানজিস্টর কীভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে
ট্রানজিস্টর যেভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে

ট্রানজিস্টর কিভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে?

উপরের চিত্রে একটি সাধারণ নিঃসরক n-p-n ট্রানজিস্টর দেখানো হয়েছে। এ যন্ত্রে নিঃসরক-পীঠ জাংশনে একটি দূর্বল ইনপুট সংকেত প্রদান করা হয় এবং সংগ্রাহক বর্তনীতে সংযুক্ত রোধ থেকে আউটপুট সংকেত গ্রহণ করা হয়। ইনপুট বর্তনীতে নিঃসরক এবং পীঠের মধ্যে এমন মানের ডিসি ভোল্টেজ (VBB) প্রয়োগ করা হয় যাতে ইনপুট এসি সংকেতের ঋনাত্মক অর্ধচক্রের সময়ও এটি সম্মুখী বায়াসে থাকে। সম্মুখী বায়াসে থাকার জন্য ইনপুট বর্তনীতে রোধ খুব কম হয়। নিঃসরক-সংগ্রাহক বর্তনী অর্থাৎ আউটপুট বর্তনীতে (VCC) ব্যাটারির মাধ্যমে উচ্চমানের বিমুখী বায়াস প্রদান করা হয়। আউটপুট বর্তনীর রোধ অনেক বেশি।

নিঃসরক-পীঠ জাংশনে প্রযুক্ত ইনপুট সংকেতের ধনাত্মক অর্ধচক্রের সময় জাংশনের সম্মুখ বায়াস বৃদ্ধি পায়। ফলে অধিক পরিমাণ ইলেক্ট্রন নিঃসরক থেকে পীঠ-এর মধ্য দিয়ে সংগ্রাহকে প্রবাহিত হয় এবং সংগ্রাহক প্রবাহ, পীঠ প্রবাহের চেয়ে অনেকগুণ বেড়ে যায়। বৃদ্ধিপ্রাপ্ত সংগ্রাহক প্রবাহ (IC), ভার রোধ, RL-এ অধিক পরিমাণ বিভব পতন সৃষ্টি করে। অর্থাৎ আউটপুটে অধিক ভোল্টেজ পাওয়া যায়।

সংকেতের ঋনাত্মক অর্ধচক্রের জন্য নিঃসরক-পীঠ জাংশনের সম্মুখী বায়াস হ্রাস পায়। ফলে সংগ্রাহক প্রবাহও অনেকগুণে কমে যায়। এতে আউটপুট ভোল্টেজও ইনপুট ভোল্টেজের চেয়ে অনেকগুণে হ্রাস পায়। কাজেই ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারে কম রোধের পীঠ-নিঃসরক সংযোগের মধ্য দিয়ে কম প্রবাহের প্রেক্ষিতে বেশী রোধের সংগ্রাহক-পীঠের মধ্য দিয়ে অধিক প্রবাহের সৃষ্টি হয়। এভাবে ট্রানজিস্টর কোন দূর্বল সংকেতকে এমপ্লিফাই বা বিবর্ধিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button