Bangla

লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF

HSC বাংলা প্রথম পত্রের সহপাঠ অংশের সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে প্রকাশ করা হলো।

এইচএসসি বা উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্রের সহপাঠ অংশের একটি উপন্যাসের নাম লালসালু। লালসালু সৈয়দ ওয়ালীউল্লাহ এর লেখা একটি উপন্যাস। লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে দেয়া হলো।

লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্নের উত্তর

সৃজনশীল প্রশ্ন ১: জব্বার আলি একদিন স্বপ্নে খুঁজে পায় এক কামেল পিরের মাজার। বন- জঙ্গল ঘেরা ‘বাঘের মাঠ’ খ্যাত সাঞ্চাডাঙ্গা গ্রাম। এই গ্রামেই, শায়িত আছেন এক কামেল পির। স্বপ্নের কথা ছড়িয়ে পড়ে গ্রামের ভেতর। স্থানীয় জনগণ খুঁজে পায় এক প্রাচীন পরিত্যক্ত মাজার। জঙ্গল পরিষ্কার করে রাতারাতি সেখানে টিনের ছাউনি ওঠে। চাঁদা তোলা হয় গ্রামবাসীর কাছ থেকে। পরিপাটি ও সুসজ্জিত হয় মাজার। এখানে বিভিন্ন লোক রোগ- শোকের জন্য মানত করতে আসে। এমনকি বন্ধ্যা নারীরাও ছুটে আসে সন্তান লাভের আশায়। এখানে প্রতিবছর এখন মেলা বসে। বর্তমানে মাজারের খাদেম জব্বার আলি।

ক. মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী?
খ. “মনে হয় এটা খোদা তালার বিশেষ দেশ।”- কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সাঞ্চাডাঙ্গা গ্রামের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগরের সাদৃশ্য বর্ণনা করো।
ঘ. “উদ্দীপকের ‘কামেল পিরের মাজার’ ও ‘লালসালু’ উপন্যাসের ‘মোদাচ্ছের পিরের মাজার’ এক এবং অভিন্ন।”- তোমার মতামতসহ বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২: রিকশাচালক সাহেব আলির মেয়ে সালেহা। প্রাইমারির পর পড়া হয়নি তার। বয়স হয়তো ১২ কী ১৩। বড়োই চঞ্চলা। তিন বোনের মধ্যে সে-ই বড়ো। এক আত্মীয়ের মাধ্যমে একদিন বিয়ের প্রস্তাব আসে সালেহার। ছেলে থাকে বিদেশে, দালান বাড়ি, অনেক টাকার মালিক। তবে শর্ত একটা, “আপাতত মোবাইল ফোনে বিয়ে; ছেলে দেশে ফিরলে বউকে তুলে নেবে বলে। যতদিন না ফিরবে ততদিন বউয়ের খরচপত্র বাবাদ টাকা পাঠিয়ে দেবে।” এমন প্রস্তাবে সাড়া না দেওয়ার উপায় ছিল না দরিদ্র সাহেব আলির। নিয়ম মেনে বিয়ে। তারপর কয়েক বছর পর দেশে ফিরল ছেলে। ছেলের বয়স এখন পঞ্চাশ।

ক. ‘কাঁদো নদী কাঁদো’ কোন ধরনের গ্রন্থ?
খ. জামিলা কে? সংক্ষেপে তার পরিচয় দাও।
গ. উদ্দীপকের সালেহার সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের জমিলা চরিত্রের বৈসাদৃশ্য তুলে ধরো।
ঘ. “উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসেরই ক্ষুদ্র সংস্করণ।”- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

সৃজনশীল প্রশ্ন ৩: সালমার মা ছাড়া সংসারে আর কেউ নেই। লেখাপড়াও বেশিদূর করতে পারেনি। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই মধ্যবয়সি একজন লোকের সাথে সালমার বিয়ে দেয় তার মা। স্বামীর বাড়ি গিয়ে সালমা দেখে যে, সেই সংসারে সতীন ও তার এক পুত্রসন্তান রয়েছে। সালমার ভাগ্য বড়োই খারাপ। বড়ো বউ তাকে মোটেও সহ্য করতে পারে না। সারা দিন সালমাকে খাটায়, ঠিকমতো খেতে দেয় না। স্বামীর কানভারি করে সালমার বিরুদ্ধে। হঠাৎ সালমা একদিন বুঝতে পারে যে, তার স্বামী একজন চোরাকারবারি। সালমা এসব দেখে ভয় পায়। সে প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনের শিকার হয়। একদিন সালমা মেরাজের সমস্ত কুকীর্তির কথা পুলিশের কাছে ফাঁস করে দেয়। মেরাজের মুখোশ খুলে যায়।

ক. রহিমার পেটে কয়টি প্যাঁচ?
খ. ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।’- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত মেরাজের বড়ো বউয়ের সাথে ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত রহিমা চরিত্রের তুলনা করো।
ঘ. “উদ্দীপকে বর্ণিত সালমা এবং ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত জমিলার জীবন চিত্র যেন একই সুতোয় বাঁধা।” মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪: দিন কাটিয়া যায়। জীবন অতিবাহিত হয়। ঋতুচক্রে পাক খায়। পদ্মার ভাঙন-ধরা তীরে মাটি ধসিতে থাকে, পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধশতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা- তৃষ্ণার দেবতা, হাসি-কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা- ইহাদের পূজা কোনোদিন সাঙ্গ হয় না।

ক. “মরা মানুষ জিন্দা হয় ক্যামনে”- উক্তিটি কার?
খ. “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন ভৌগোলিক অঞ্চলের, কীরূপ সাদৃশ্য রয়েছে?
ঘ. “উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের সূচনা অংশের খণ্ডিত রূপায়ণ মাত্র।”- মন্তব্যটি মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৫: বাংলাদেশের টেকনাফ অঞ্চলের এক গ্রামের গরিব অসহায় পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। কারণ, ওই বাড়ির ছেলের বিয়েতে গ্রামের মাতব্বর পরিবারকে দাওয়াত করা হয়নি। এ কারণেই খেপে যায় মাতব্বর ও তার লোকজন। সভা করে একঘরে করে দেয় সেই গরিব পরিবারটিকে। পরিবারের লোকদের বাইরে যাওয়ার রাস্তাটিও বন্ধ করে দেয়া হয়েছে।

ক. ‘লালসালু’ উপন্যাসে সাত ছেলের বাপের নাম কী?
খ. মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন?
গ. উদ্দীপকের টেকনাফ অঞ্চলের ঘটনাটির সাথে: ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? কেন?
ঘ. “উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং “লালসালু’ উপন্যাসের মজিদ অভিন্ন চেতনার অনুসারী।”- মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৬: সুপ্রভা প্রভুত্ব করার চেয়ে নির্ভর করিতেই ভালোবাসে বেশি, আদর পাওয়াটাই তার জীবনে সবচেয়ে বড়ো প্রাপ্য। মন্দার গৃহিণীপনার ভিত্তিও ওইখানেই-সুপ্রভাকে সে নয়নের মণি করিয়া রাখিয়াছে। কে বলিবে সুপ্রভা তাহার সতিন? স্নেহ-যত্নে সুপ্রভার দিনগুলিকে সে ভরাট করিয়া রাখে।… সতিনের সংসারেও তাই এখানে কলহ-বিবাদ মান- অভিমান মন-কষাকষি নাই।

ক. ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?
খ. “এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড়গাড়া বৃক্ষ”- উদ্ধৃতিটি ব্যাখ্যা করো।
গ. “উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত ঘটনার সাদৃশ্য রয়েছে।”-বুঝিয়ে লেখো।
ঘ. “উদ্দীপকের ‘মন্দার’ ও ‘সুপ্রভার’ চেয়ে পাঠ্য উপন্যাসের রহিমা ও জমিলা অধিকতর প্রাণবন্ত ও শক্তিশালী।”-বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭: মোড়লদিয়ার মাদক ব্যবসায়ী তাকত আলী গঞ্জের কুখ্যাত মাফিয়া। মাদকাসক্ত করে গঞ্জের যুব সমাজকে সে বশীভূত করে রেখেছে। ইদানীং আরব আলী নামে আরেক ব্যবসায়ী গঞ্জে মাদক ব্যাবসা শুরু করলে ব্যাবসা মন্দার ভয়ে তাকত আলী ক্ষুব্ধ ও চিন্তিত হয়ে ওঠে। তাই নিজের রাজত্বকে নিষ্কণ্টক করতে এক রাতের আঁধারে তার সাঙ্গপাঙ্গদের দিয়ে সশস্ত্র হামলা চালায় আরব আলীর ওপর। উৎখাত করে আরব আলীকে।

ক. “অমন কথা কইওনা বিটি, ঘরে বালা আইসে।”- উক্তিটি কার?
খ. ‘সময়-অসময়ে মিথ্যে কথা না বললে নয়।’-উক্তিটির প্রাসঙ্গিকতা তুলে ধরো।
গ. ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাথে উদ্দীপকের আরব আলীর মিল রয়েছে?
ঘ. “প্রতিহিংসাপরায়ণতা মানব চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য।”- উক্তিটি ‘লালসালু’ উপন্যাস ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৮: লক্ষ্মীপুর গ্রামের দাহির ও পারুলের আজ সাত বছরের সংসার। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের কোনো সন্তান নেই। এজন্য স্বামী-স্ত্রী উভয়েই চরম হতাশায় নিমজ্জিত। এমন অবস্থায় তারা শুনতে পায়, পাশের গ্রামের চেয়ারম্যানের বাড়িতে এক কামেল পির সাহেব এসেছে। তাদের মনে যেন আশার আলো জ্বলে। স্ত্রী পারুলকে সাথে নিয়ে পরদিনই দাহির পির সাহেবের সাথে সাক্ষাৎ করে। পির সাহেব পারুলকে অনেক্ষণ নিরীক্ষণ করে জানায়, ‘পেটে বেড়ি পড়ে বইলাই তো স্ত্রীলোকদের সন্তান হয় না।”

ক. ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
খ. “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের দাহির ও পারুলের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
ঘ. “উদ্দীপকের পির সাহেব ‘লালসালু’ উপন্যাসের বর্ণিত পির সাহেবের চেয়ে বেশি ক্ষমতাশালী নয়।”-এ মন্তব্যটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৯: ‘হাজার বছর ধরে’ উপন্যাসে বর্ণিত টুনি চরিত্রটি একটি কিশোরীসুলভ চপলতার প্রতীক। স্বামী ও সংসার সম্পর্কে সে ছিল একেবারেই অনভিজ্ঞ। সমবয়সিদের সাথে খেলাধুলা ও হাসি-তামাশা করতেই তার বেশি ভালো লাগত। এই চপলা-চঞ্চলা টুনিকেই বিয়ে করে ঘরে আনে ষাট বছরের বুড়ো মকবুল। তাদের বয়সের বিস্তর ব্যবধান থাকায় স্বামী ও সংসারের সুখ তার কপালে জোটেনি।

ক. খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?
খ. “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”-এ উক্তিটি বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের টুনির সাথে ‘লালসালু’ উপন্যাসের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা আলোচনা করো।
ঘ. “টুনিও লালসালু’ উপন্যাসের উদ্দিষ্ট চরিত্র সামাজিক কুসংস্কারের শিকার।”- উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে এ উক্তিটির সত্যতা নিরূপণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০: আব্দুল জব্বার মৃধা নিঃসন্তান বলে তার মনে অনেক কষ্ট। সামাজিক ও পারিবারিকভাবে অনেক হেয় হতে হয় তাকে। একদিন সে তার স্ত্রী মেরিনাকে তার এমন অবস্থার কথা খুলে বললে নিজেই উদ্যোগী হয়ে স্বামীর বিয়ে দেয় মেরিনা। গরিব ঘরের অল্প বয়সি মেয়ে সুচরিতার সাথে বিয়ে দিয়ে ঘরে নিয়ে আসে। কিন্তু সুচরিতা বাবার বয়সি জব্বার মৃধাকে স্বামী বলে মেনেই নিতে চায়না। তাই তার মুখে থুথু দেয় ও ভেংচি কাটে। জব্বার মৃধা এতে ক্ষুব্ধ হয়ে সুচরিতাকে অনেক কষ্টদায়ক শাস্তি দেয়। সন্তানতুল্য মেয়েটিকে কষ্ট পেতে দেখে মেরিনাও ভীষণ কষ্ট পায়। মনের অজান্তেই চোখ মোছে শাড়ির আঁচলে।

ক. ‘লালসালু’ উপন্যাসে হাঁপানি রোগী কে?
খ. “ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।”-উক্তিটি ব্যাখ্যা করো।
গ. সুচরিতা চরিত্রটি ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ? আলোচনা করো।
ঘ. “উদ্দীপকের জব্বার মৃধা ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের আংশিক রূপ ধারণ করেছে।”-মন্তব্যটি বিশ্লেষণ করো।

আরো দেখুনঃ সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এখানে এইচএসসি বাংলা ১ম পত্রের লালসালু উপন্যাসের মোট ১০টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। এখান থেকে চাইলে এর পিডিএফও ডাউনলোড করা যাবে।

বিঃদ্রঃ এখানে প্রদত্ত লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর পিডিএফ আকারে দেওয়া হলো। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে HSC বাংলা ১ম পত্র লালসালু সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করা যাবে।

Digital Porasona Telegram Channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button