Biology
অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ
এখানে নিচে অন্তঃক্ষরা গ্রন্থি কী, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে এবং অন্তঃক্ষরা গ্রন্থি উদাহরণ সহ বিস্তারিত দেওয়া হলো।
গঠন ও কার্যগতভাবে বিশেষায়িত যে কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, তাকে গ্রন্থি বা গ্ল্যান্ড বলে। গ্রন্থি হচ্ছে এক ধরণের রূপান্তরিত আবরণী টিস্যু। ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালির উপস্থিতি বা অনুপুস্থিতির ভিত্তিতে গ্রন্থি দুই প্রকার। যথা- (১) বহিঃক্ষরা গ্রন্থি, (২) অন্তঃক্ষরা গ্রন্থি।
অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে?
যেসব গ্রন্থি নালিবিহীন, তাই ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তি সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়, সে সব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বলে। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে হরমোন বলে।
অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ
অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হলো- পিটুইটারু গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি ইত্যাদি। অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন রক্তে পরিবাহিত হয় এবং এরা দূরবর্তী টার্গেট স্থলে কাজ করে।