অস্থি কাকে বলে? অস্থির কাজ কী?
এখানে নিচে অস্থি কি, অস্থি কাকে বলে, অস্থির কাজ গুলো কী কী এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
অস্থি হচ্ছে দেহের সবচেয়ে সুদৃঢ় টিস্যু। এর মাতৃকা বা ম্যাট্রিক্স বিভিন্ন জৈব (৪০%) ও অজৈব (৬০%) পদার্থে গঠিত হওয়ায় সম্পুর্ণ টিস্যুটি কঠিন আকার ধারণ করে। জৈব অংশটি কোলাজেন ও অসিমিউকয়েড এ গঠিত। অজৈব অংশটিতে প্রধানত ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম কার্বোনেট রয়েছে।
অস্থি কাকে বলে?
বিশেষ ধরণের যোজক টিস্যু যাদের মাতৃকা বা ম্যাট্রিক্স কঠিন পদার্থে তৈরি তাদেরকে টিস্যু বলে।
অস্থির কাজ কী?
অস্থি মানবদেহের নিচে বর্ণিত কার্যাবলী সম্পাদন করে।
১। অস্থি দেহের দৃঢ় ও মজবুত স্থাপত্য কাঠামো গঠন করে এবং দেহকে নির্দিষ্ট আকার ও আকৃতি প্রদান করে।
২। দেহের গুরুত্বপূর্ণ অঙ্গাদি (যেমন- মস্তিষ্ক, ফুসফুস, হৃদপিণ্ড, সুষুম্নাকাণ্ড প্রভৃতি) অস্থি নির্মিত কঙ্কাল দ্বারা সুরক্ষিত থাকে।
৩। দেহের অধিকাংশ পেশি, লিগামেন্ট, টেনডন অস্থিতে সংযুক্ত থেকে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়।
৪। অস্থিসন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয় দ্বারা অস্থি নির্মিত কঙ্কালতন্ত্র প্রাণীর চলনে প্রধান ভূমিকা রাখে।
৫। অস্থির ভিতরে অবস্থিত লোহিত অস্থিমজ্জা থেকে প্রতিনিয়ত লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। পীত অস্থিমজ্জা সঞ্চিত চর্বির আধার হিসেবে কাজ করে।
৬। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস জাতীয় খণিজ লবণ অস্থিতে সঞ্চিত হয।
৭। কঙ্কালতন্ত্রের সবচেয়ে ছোট অস্থি অন্তঃকর্ণের ম্যালিয়াস, ইনকাস, ও স্টেপিস শ্রবণ প্রক্রিয়ায় অংশ নেয়।