অভ্যন্তরীণ রোধ কাকে বলে? কোষের অভ্যন্তরীণ রোধের ব্যাখ্যা
এখানে নিচে কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে, অভ্যন্তরীণ রোধের সূত্র এবং অভ্যন্তরীণ রোধের ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কোষের ভেতর তড়িৎ প্রবাহের দিক হলো কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে। তড়িৎ প্রবাহ চলার সময় এই দুই প্রান্তের মধ্যে যে বাধার কারণে তড়িৎ প্রবাহ ব্যহত হয় সেটাই অভ্যন্তরীণ রোধ।
অভ্যন্তরীণ রোধ কাকে বলে
কোষের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় কোষের অভ্যন্তরস্থ তরল ও অন্যান্য পদার্থ তড়িৎ প্রবাহকে যে বাধা প্রদান করে তাকে কোষের অভ্যন্তরীণ রোধ বলে।
কোষের অভ্যন্তরীণ রোধ
তড়িৎ কোষযুক্ত কোনো বর্তনীতে যখন প্রবাহ চলে তখন এ প্রবাহ কোষের ভেতরে তরল বা অন্যান্য পদার্থের মধ্য দিয়েও প্রবাহিত হয়। কোষের ভিতর তড়িৎ প্রবাহের দিক কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতের দিকে। এ পাতদ্বয়ের মধ্যকার বিভিন্ন পদার্থ তড়িৎপ্রবাহের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে তাকে কোষের অভ্যন্তরীণ রোধ বলা হয়। প্রত্যেক তড়িৎ উৎসের অর্থাৎ যার তড়িচ্চালক শক্তি থাকে তার একটি নিজস্ব রোধ থাকেই। একেই অভ্যন্তরীণ রোধ বলা হয়। একে সাধারণত r দ্বারা প্রকাশ করা হয়।