Chemistry
রাইডার কী? রাইডার ধ্রুবক কাকে বলে
এখানে নিচে রাইডার কি, রাইডার কাকে বলে, রাইডার ধ্রবক কী, রাইডার ধ্রুবক কাকে বলে এবং রাইডার সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।
রাসায়নিক ব্যালেন্সের একটি পৃথক ওজন বাক্স বা বাটখারা থাকে। সেখানে 1 থেকে 500 মিলিগ্রাম এবং 1 থেকে 100 গ্রাম পরিমাপের অনেকগুলো ওজন বা বাটখারা থাকে। রাসায়নিক ব্যালেন্সের সাহায্যে সাধারণত দুই দশমিক স্থান পর্যন্ত ওজন পরিমাণ করা যায়। কিন্তু মাত্রিক বিশ্লেষণের সাহায্যে অনেক ক্ষেত্রে সুক্ষ্ম ওজন নির্ণয়ের স্বার্থে চার দশমিক স্থান পর্যন্ত মান প্রয়োজন হয়। যার জন্য রাইডার ব্যবহার করা হয়।
রাইডার কী
প্লাটিনাম বা গোল্ড বা অ্যালুমিনিয়ামের তৈরি বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব বস্তু যাকে পলবুঙ্গি নিক্তির বিমের ওপর দিয়ে সহজে ডানে বা বামে সরানো যায় তাকে রাইডার বলে।
রাইডার ধ্রুবক কাকে বলে
প্রতিটি রাইডারের জন্য একটি নির্দিষ্ট ভরের একটি স্থির সংখ্যা সূচক মান গণনা করা যায়। এ মানকে রাইডার ধ্রুবক বলে।