রিসালাত কাকে বলে? রিসালাতের গুরুত্ব ও তাৎপর্য
এখানে নিচে রিসালাত কী, রিসালাত কাকে বলে, রিসালাতের গুরুত্ব ও তাৎপর্য, রিসালাতে বিশ্বাসের গুরুত্ব এবং ধারণা সহ রিসালাত সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।
রিসালাত শব্দের আভিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম বা কোনো ভালো কাজের দ্বায়িত্ব বহন করা।
রিসালাত কাকে বলে
ইসলামি শরিয়তের পরিভাষায়, মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দ্বায়িত্বকে রিসালাত বলা হয়। আর যিনি এ দ্বায়িত্ব পালন করেন তাঁকে বলা হয় রাসুল। রাসুল শব্দের বহুবচন রুসুল।
রিসালাতে বিশ্বাসের গুরুত্ব
ইসলামি জীবন দর্শনে রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাওহিদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন ও মুসলিমকে রিসালাতে বিশ্বাস করতে হয়। ইসলামের মূলবাণী কালিমা তাইয়্যেবাতে এ বিষয়টি সুন্দরভাবে বিবৃত হয়েছে।
বস্তুত রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। কেননা মানুষের জ্ঞান স্বল্প। এ স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ তায়ালার পরিচয় লাভ করা সম্ভব নয়৷ তাই নবী-রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরেছেন। তাঁর পূর্ণাঙ্গ ক্ষমতা ও গুণাবলী বর্ণনা করেছেন। তাঁরা ইহ-পরকালীন কল্যাণ এর জন্য আল্লাহ তায়ালা প্রদত্ত জীবনবিধান ও দিকনির্দেশনা নিয়ে এসেছেন।
আরো দেখুনঃ সেরা ১০ টি ইসলামিক বই