স্মার্ট বাংলাদেশ বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা
এখানে নিচে বাংলা ২য় পত্রের লিখিত অংশের স্মার্ট বাংলাদেশ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা দেওয়া হলো।
বাংলা ২য় পত্র বা বাংলা ব্যাকরণের লিখিত অংশের গুরুত্বপূর্ণ টপিক হলো সংলাপ রচনা। বর্তমান সময়ে একটি বহুল আলোচিত বিষয় হলো স্মার্ট বাংলাদেশ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই স্মার্ট বাংলাদেশ নিয়ে সংলাপ রচনা আসে। তাই, স্মার্ট বাংলাদেশ বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নিচে দেওয়া হলো।
জামিলঃ কেমন আছো রাশেদ।
রাশেদঃ এই তো ভালো। তুমি কেমন আছো?
জামিলঃ আমিও ভালো আছি। তুমি কি স্মার্ট বাংলাদেশ সম্পর্কে শুনেছো?
রাশেদঃ হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান।
জামিলঃ তুমি কি আমাকে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত বলতে পারবে?
রাশেদঃ হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও শ্লোগান দেন। এর মাধ্যমে ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
জামিলঃ এটা বাস্তবায়নের জন্য তো তাহলে অনেক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
রাশেদঃ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি হিসেবে চারটি ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে। এগুলো হচ্ছে, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ।
জামিলঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে এ চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হতে হবে।
রাশেদঃ হ্যাঁ, বাংলাদেশ সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ৩০ সদস্য বিশিষ্ঠ “স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠন করেছে।
জামিলঃ স্মার্ট বাংলাদেশের মধ্যে কী কী বিষয় ধরা হয়েছে?
রাশেদঃ ‘স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। এককথায় সব কাজই হবে স্মার্ট। যেমন স্মার্ট শহর ও স্মার্ট গ্রাম বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট পরিবহন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট সংযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা। অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক শিক্ষার্থী, এক ল্যাপটপ, এক স্বপ্নের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে।
জামিলঃ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হলে বাংলাদেশ সত্যিকার অর্থেই অনেকদূর এগিয়ে যাবে।
রাশেদঃ তুমি ঠিকই বলেছো। বাংলাদেশ তখন উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
জামিলঃ তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাথে কথা বলে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে অনেককিছু জানতে পারলাম।
রাশেদঃ তোমাকেও ধন্যবাদ।