Chemistry

তড়িৎ রসায়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF

উচ্চমাধ্যমিক রসায়ন ২য় পত্রের ৪র্থ অধ্যায় তড়িৎ রসায়ন সৃজনশীল প্রশ্ন এবং উত্তর বা তড়িৎ রসায়ন সৃজনশীল প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।

উচ্চ মাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের নাম তড়িৎ রসায়ন। HSC – রসায়ন ২য় পত্র: ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF নিচে দেওয়া হলো।

HSC রসায়ন ২য় পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বর্তমান যুগ মানব সভ্যতার ইতিহাসে বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগ। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে আছে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি। সুতরাং বিদ্যুৎ ব্যবস্থা একটি দেশের উন্নতির মাপকাঠি হিসাবে পরিগণিত হয়। যে জাতি যত উন্নত তাদের জীবন ব্যবস্থার সাথে বিদ্যুতের ব্যবহারও তত বেশী জড়িত। আলোচ্য এ অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বৈদ্যুতিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। HSC রসায়ন ২য় পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হলো।

তড়িৎ রসায়ন সৃজনশীল প্রশ্নের উত্তর

সৃজনশীল প্রশ্ন ১: (i) A/A2+ : E° = +0.75V
(ii) B/B2+ E° =+0.40V
(iii) C/C2+ : E° = + 0.35V

ক. প্রমাণ জারণ বিভব কী?
খ. ফ্যারাডের সূত্র হতে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করো।
গ. (i) ও (iii) নং তড়িৎদ্বার দ্বারা লবণ সেতুসহ কোষ তৈরি করে তার বিভব নির্ণয় করো।
ঘ. B-নির্মিত পাত্রে A ও C এর লবণ এর দ্রবণ রাখলে কোনটি রাসায়নিক বিক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হবে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২: কতিপয় ধাতুর বিজারণ বিভব এর মান নিম্নে দেয়া হলো-
(i) A2+(aq)/A(s) = + 0.40V,
(ii) B3+(aq)/B(s) = + 1.66V,
(iii) P2+(aq)/P(s) = +0.44V

ক. 1, 3-বিউটাডাইইনের সংকেত লেখো।
খ. 1.5% NaOH এর মোলারিটি কত?
গ. উদ্দীপকে উল্লিখিত (i) নং দ্রবণ ও (ii) নং দ্রবণকে লবণ সেতু দ্বারা সংযোগ করে গঠিত কোষের মোট কোষ বিভব নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত (iii) নং দ্রবণকে ‘A’ ও ‘B’ ধাতুর নির্মিত পাত্রের কোনটিতে রাখা নিরাপদ? সক্রিয়তার ক্রম দিয়ে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩: Zn(s) + Ni2+ (aq)(0.1 M) → Zn2+ (aq)(0.1M) + Ni(s) . Zn এর প্রমাণ জারণ বিভব = 0.76 V. এবং E0cell = 0.51V

ক. ফ্যারাডে ধ্রুবক কী?
খ. ড্যানিয়েল কোষের কোষ বিক্রিয়া লেখো।
গ. 25°C তাপমাত্রায় Ni2+ (aq)(0.1M) → Ni(s) এর অর্ধকোষ বিভব নির্ণয় করো।
ঘ. Zn এর পাত্রে FeSO4 দ্রবণ রাখা যাবে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। [E0Fe2+/Fe = – 0.44V ]

সৃজনশীল প্রশ্ন ৪: (i) Zn/Zn2+ : E°= + 0.76V
(ii) Fe/Fe2+ : E° = +0.44V
(iii) Cu/Cu2+ : E°=-0.34V

ক. প্রমাণ তড়িৎদ্বার বিভব কী?
খ. 64g O2 এর জন্য বাস্তব গ্যাসের সমীকরণটি লেখো।
গ. (i) এবং (iii) নং তড়িৎদ্বার দুইটি একটি লবণ সেতু দ্বারা যুক্ত করলে কোষটির কোষ বিভব নির্ণয় করো।
ঘ. FeSO4 দ্রবণ Zn ও Cu দ্বারা নির্মিত পাত্রের একটিতে রাখা নিরাপদ হলেও অন্যটিতে নিরাপদ নয়- উক্তিটি গাণিতিকভাবে ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৫: A এর জারণ বিভব + 1.66 V, A এর জারণ মান = + 3
B এর জারণ বিভব + 0.76 V, B এর জারণ মান = + 2
C এর জারণ বিভব -0.80 V, C এর জারণ মান = + 1

ক. লবণ সেতু কী?
খ. সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 1.11 × 10-3 বলতে কী বোঝ?
গ. A/A3+ (0.15M) || B2+ (0.02M)/B; 27°C তাপমাত্রায় কোষটির তড়িচ্চালক বল (emf) কত?
ঘ. উদ্দীপকের B দ্বারা নির্মিত পাত্রে C2SO4 ও A2(SO4)3 দ্রবণের কোনটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে? ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৬: Ni/Ni2+ (0.15M), E0Ni2+/N = -0.18 volt.
Ag/Ag+ (0.2M), E0Ag+/Ag = +0.799 volt

ক. অনুবন্ধী এসিড কী?
খ. পুকুরের পানির BOD 10 mgL-1 বুঝিয়ে লেখো।
গ. প্রদত্ত তড়িৎদ্বারদ্বয় সমন্বয়ে কোষ গঠন করে অর্ধকোষ ও কোষ বিক্রিয়া লেখো।
ঘ. 25°C তাপমাত্রায় তড়িৎদ্বারদ্বয় সমন্বয়ে গঠিত কোষের কোষ বিভব নির্ণয় করো।

সৃজনশীল প্রশ্ন ৭: ১নং কোষের উপাদান: Pb, PbO2, H2SO4
২নং কোষের উপাদান: Li2+, LiCoO2, ইথিলিন কার্বনেট
৩নং কোষের উপাদান: H2, O2, KOH

ক. তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে?
খ. ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ কী? ব্যাখ্যা করো।
গ. ২নং কোষের চার্জিং ও ডিসচার্জিং প্রক্রিয়া বর্ণনা করো।
ঘ. ১নং ও ৩নং উপাদান দ্বারা গঠিত কোষসমূহের মধ্যে কোনটি অধিক পরিবেশ বান্ধব? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮: A: E0A2+/A = +0.76 V
B: E0B2+/B = +0.25 V
C: E0D2+/D = 0.34 V

ক. পরমশূন্য তাপমাত্রা কাকে বলে?
খ. প্রোপানোনের টটোমারিতা ব্যাখ্যা করো।
গ. A ও C এর সমন্বয়ে গঠিত কোষটির গঠন বিক্রিয়াসহ বর্ণনা করো।
ঘ. A ধাতুর পাত্রে B2+ দ্রবণটি সংরক্ষণ করা যাবে, কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৯: নিম্নের কোষটির কোষ বিভব +0.42 Vi Pt, H2(g) (1 atm, 25°C)/ H2SO4(aq)||CuSO4 (aq)/Cu(0.1 M)

ক. ফুয়েল সেল কী?
খ. – NO2 মূলককে মেটা নির্দেশক মূলক বলা হয় কেন?
গ. উদ্দীপকের কোষটির সাহায্যে 0.2A মাত্রার বিদ্যুৎ 2 মিনিট যাবৎ চালনা করলে কী পরিমাণ Cu সঞ্চিত হবে?
ঘ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে H2SO4 দ্রবণের ঘনমাত্রা নির্ণয় সম্ভব কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০: ANO3 ও B(NO3)3 দ্রবণদ্বয় যুক্ত একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে 100mA বিদ্যুৎ 20 মিনিট সময় ধরে সিরিজ সংযোগে প্রবাহিত করা হলো। [এখানে A এর পারমাণবিক ভর 108 এবং B এর পারমাণবিক ভর 52]

ক. পরমশূন্য তাপমাত্রা কাকে বলে?
খ. বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের তুলনায় কম হয় কেন? ব্যাখ্যা করো।
গ. A এবং B মৌলের তুল্য ভর হিসাব করো।
ঘ. “উদ্দীপকের তড়িৎবিশ্লেষ্য কোষটির ভিন্ন ভিন্ন তড়িৎদ্বারে ভিন্ন ভিন্ন পরিমাণ ধাতু জমা হয়।”- উপযুক্ত ব্যাখ্যা সহকারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

আরো দেখুনঃ অর্থনৈতিক রসায়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এখানে উচ্চ মাধ্যমিক রসায়ন ২য় পত্র, ৪র্থ অধ্যায় তড়িৎ রসায়ন থেকে ১০ টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। চাইলে নিচে থেকে এগুলোর পিডিএফ ও ডাউনলোড করা যাবে।

বিঃদ্রঃ এখানে প্রদত্ত তড়িৎ রসায়ন সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর পিডিএফ আকারে দেওয়া হলো। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে রসায়ন ২য় পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করা যাবে।

Digital Porasona Telegram Channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button