উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা
এখানে নিচে বাংলা ২য় পত্রের লিখিত অংশের উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ দেওয়া হলো।
বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় প্রায়ই এ বিষয়ে সংলাপ রচনা আসে। তাই উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ বা কথোপকথন নিচে দেওয়া হলো।
উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর সংলাপ
নিশাতঃ কী খবর লামিয়া, কেমন আছো?
লামিয়াঃ এই তো ভালো। পড়াশোনা করে একটু হাটতে বের হলাম। তুমি কেমন আছো?
নিশাতঃ আমিও ভালো। কিন্তু তোমার এত পড়ার কী দরকার? আমাদের মধ্যে তো তুমিই সবচেয়ে বেশি মেধাবী।
লামিয়াঃ বলছ কি নিশাত। সামনে পরীক্ষা; না পড়লে চলবে কেন? তাছাড়া ভবিষ্যতে আমি উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী, তাই এখন থেকে যদি না পড়ি তবে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা মুশকিল হয়ে যাবে।
নিশাতঃ আমি যে তা ভাবি না, তা নয়, তবে কী জান বিশেষ উৎসাহ পাই না। বাবা মায়ের ইচ্ছে ভাল পাত্র পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে।
লামিয়াঃ আসলে কী জান, আমাদের নিজেদের ইচ্ছেমত আমরা ভবিষ্যৎ গড়ে তুলতে পারিনা। আমাদের ভবিষ্যৎ গড়ে ওঠে অভিভাবকদের ইচ্ছেয়। একটু সুন্দরী হলে তো কথাই নেই, যত তাড়াতাড়ি পাত্রস্থ করা যায় ততই যেন পরিবারের মঙ্গল।
নিশাতঃ তুমি ঠিকই বলেছ আমি লামিয়া। সেইসঙ্গে বেশির ভাগ ছেলেমেয়েদের জীবনে কী নিদারুণ আশাভঙ্গের ইতিহাস জড়িয়ে থাকে ভেবে দেখেছ। বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশের পর মেয়েদের মধ্যে কতজন উচ্চশিক্ষা লাভের সুযোগ পায় বলতো। যাদের অল্প বয়সেই বিয়ে হয়ে যায় এবং মেধাবী হয়েও উচ্চশিক্ষার সুযোগ পেল না তাদের কথা ভেবে দেখেছ কী?
লামিয়াঃ এসএসসি পাশের পরেই আমি আমার জীবনের একটা লক্ষ্য স্থির করেছি। তুমি তো জান আমার মাধ্যমিকের ফল ভালোই হয়েছে। উচ্চমাধ্যমিকের পরে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি হব। নিশাত তুমি কি উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী না?
নিশাতঃ ঠিকই বলেছ আমাদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে। অবশ্যই আগ্রহী। তবে বাবা মাকে বুঝিয়ে বলা প্রয়োজন। তুমি একদিন সময় করে আমার বাবা মাকে বিষয়টি বুঝিয়ে বলবে।
লামিয়াঃ আমার বাড়ির সবাই আমার ইচ্ছাকে মেনে নিয়েছে। আমি তোমার বাবা-মায়ের সঙ্গে কথা বলব। আশা করি তারা বিষয়টি ভেবে দেখবেন।
লামিয়াঃ ধন্যবাদ তোমাকে তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আর উচ্চশিক্ষা নিয়ে আমিও আশাবাদী হয়ে উঠলাম।
নিশাতঃ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা খুব ভালো লামিয়া। তাহলে এবার নতুন উদ্যোমে পড়া শুরু করে দাও।
নিশাতঃ তোমার সঙ্গে কথা বলে আমার উৎসাহ আরো বেড়ে গেল। আমিও তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।