বক্র গতি কাকে বলে? বক্র গতির উদাহরণ
এখানে বক্র গতি কী, বক্র গতি কাকে বলে, বক্র গতির উদাহরণ এবং বক্র রৈখিক গতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
স্থিতি ও গতি আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার বিষয়। এ বিশ্বে কোনো বস্তু স্থির আবার কোনো বস্তু গতিশীল। প্রতিদিন আমাদের আশেপাশে নানা রকম স্থিতি ও গতি দেখতে পাই। বাড়ি-ঘর, দালান- কোঠা, রাস্তার ল্যাম্প পোস্ট, রাস্তার পাশে গাছ সব সময়ই দাঁড়িয়ে আছে-এরা স্থিতিতে আছে বা স্থির। চলমান বাস, চলন্ত গাড়ি, চলন্ত রিক্সা, চলন্ত ট্রেন এমনকি আমাদের হাঁটা-চলা হলো গতির উদাহরণ।
আমাদের চারপাশে নানা রকম বস্তু রয়েছে। এদের অনেকে স্থির বা স্থিতিতে রয়েছে, যেমন: ঘর-বাড়ি, দালান-কোঠা, গাছ, রাস্তার পাশের ল্যাম্প-পোস্ট ইত্যাদি। এরা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। আবার অনেক বস্তু আছে যা চলমান বা এদের গতি আছে। যেমন: চলমান ট্রেন, চলন্ত বাস ও গাড়ি, চলমান সাইকেল ও রিক্সা, হেঁটে চলা লোক ইত্যাদি।
বক্র গতি কাকে বলে?
যখন কোনো বস্তু বক্র পথে চলে, তখন তাকে বক্র গতি বলে। বক্র গতির ক্ষেত্রে বস্তুকে সরলপথ বাদে যেকোনো পথে চলতে হবে অর্থাৎ বস্তুটিকে বক্র পথে চলতে হবে।
বক্র গতির উদাহরণ
কোনো গতিশীল বস্তুর গতিপথ যদি বাঁকা হয়, বস্তু যদি বক্র পথে চলে তবে বস্তুর ওই গতিকে বক্র গতি বলে। বক্র রেখা বরাবর চলে এমন যেকোনো কিছুর গতিই বক্র গতি। বক্র গতির উদাহরণ হলোঃ এলোমেলো রাস্তায় চলমান গাড়ির গতি, মশা বা মাছির উড়ে যাওয়ার গতি, পিঁপড়ার হাঁটার গতি ইত্যাদি।