সরল গতি কাকে বলে? সরল গতির উদাহরণ
এখানে সরল গতি কী, সরল গতি কাকে বলে, সরল গতির উদাহরণ এবং সরল রৈখিক গতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
স্থিতি ও গতি আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার বিষয়। এ বিশ্বে কোনো বস্তু স্থির আবার কোনো বস্তু গতিশীল। প্রতিদিন আমাদের আশেপাশে নানা রকম স্থিতি ও গতি দেখতে পাই। বাড়ি-ঘর, দালান- কোঠা, রাস্তার ল্যাম্প পোস্ট, রাস্তার পাশে গাছ সব সময়ই দাঁড়িয়ে আছে-এরা স্থিতিতে আছে বা স্থির। চলমান বাস, চলন্ত গাড়ি, চলন্ত রিক্সা, চলন্ত ট্রেন এমনকি আমাদের হাঁটা-চলা হলো গতির উদাহরণ।
আমাদের চারপাশে নানা রকম বস্তু রয়েছে। এদের অনেকে স্থির বা স্থিতিতে রয়েছে, যেমন: ঘর-বাড়ি, দালান-কোঠা, গাছ, রাস্তার পাশের ল্যাম্প-পোস্ট ইত্যাদি। এরা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। আবার অনেক বস্তু আছে যা চলমান বা এদের গতি আছে। যেমন: চলমান ট্রেন, চলন্ত বাস ও গাড়ি, চলমান সাইকেল ও রিক্সা, হেঁটে চলা লোক ইত্যাদি।
সরল গতি কাকে বলে?
যখন কোনো বস্তু সরল পথে চলে, তখন তাকে সরল গতি বলে। সরল গতির ক্ষেত্রে বস্তুকে একই সরলরেখায় চলতে হবে অর্থাৎ বস্তুটি যে রেখায় চলমান সে রেখা বরাবরই চলতে হবে।
আরো দেখুনঃ বক্র গতি কাকে বলে? বক্র গতির উদাহরণ
সরল গতির উদাহরণ
যখন কোনো বস্তু সরলরেখা বরাবর চলে, তখন একে সরল গতি বা সরল রৈখিক গতি বলে। সরল রেখা বরাবর চলে এমন যেকোনো কিছুর গতিই সরল গতি। সরল গতির উদাহরণ হলোঃ আলোর গতি, একই দিকে চলমান গাড়ির গতি, সোজা রেললাইনে চলমান রেলের গতি ইত্যাদি।