ICT

পাসওয়ার্ড কী? ইউনিক পাসওয়ার্ড তৈরি করার নিয়ম

এখানে নিচে পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড কাকে বলে এবং পাসওয়ার্ড তৈরি করার নিয়ম সহ পাসওয়ার্ডের বিস্তারিত দেওয়া হলো।

আইসিটির এই যুগে তথ্য, উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হয়। এই নিরাপত্তার কাজটি পাসওয়ার্ড করে থাকে। সার্ভার, কম্পিউটার বা কোনো যন্ত্রে রক্ষিত তথ্য ও উপাত্তের নিরাপত্তার বিধানের সাথে সাথে গোপনীয়তা বজায় রাখার কাজটিও পাসওয়ার্ড করে থাকে।

পাসওয়ার্ড কাকে বলে

অনলাইন নেটওয়ার্ক সিস্টেম বা কোনো ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে গোপন তালা ব্যবহৃত হয় তাকে পাসওয়ার্ড বলে।

পাসওয়ার্ড দূর্বল বা সহজ হলে কেউ বুদ্ধি খাটিয়ে সেটি বের করে ফেলতে পারে। এবং দূর্বল পাসওয়ার্ডের কারণে সহজেই ভাইরাস আক্রমন করতে পারে। হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারে।এজন্য ব্যবহৃত পাসওয়ার্ডটিকে ইউনিক বা অনন্য হতে হয়।

ইউনিক পাসওয়ার্ড তৈরি করার নিয়ম

ইউনিক পাসওয়ার্ড তৈরি করা একটি সৃজনশীল কাজ। নিজের সৃজনশীলতার মাধ্যমে নিজের পাসওয়ার্ড নিজেকেই তৈরি করে নিতে হবে। তবে এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে কাজটি করত্র সুবিধা হবে। নিয়মগুলো হলো-

  • নিজের বা পরিবারে কারো নাম বা ব্যক্তিগত কোন তথ্য সরাসরি ব্যবহার না করা। যদিও পাসওয়ার্ডটি মনে রাখার ক্ষেত্রে এটি আমাদের সাহায্য করে থাকে।
  • সংখ্যা, চিহ্ন ও শব্দ ব্যবহারের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষর মিশিয়ে দিলে ভালো হয়। এতে পাসওয়ার্ডটি সম্পর্কে অন্যের ধারণা করা অনেক কঠিন হয়ে যাবে।
  • পাসওয়ার্ডটি যেন অবশ্যই একটু বড় আকারের হয়।
  • পাসওয়ার্ড মনে রাখার জন্য কোনো যন্ত্র বা ডায়েরি বা অন্য কোথাও পাসওয়ার্ড বা এর অংশবিশেষ লিখে না রাখা।
  • পাসওয়ার্ড মনে রাখার জন্য নিজের পছন্দের একটি সংকেত ব্যবহার করা। এটি হতে পারে প্রিয় কবিতা, গল্প, লেখক, বৈজ্ঞানিক আবিষ্কার বা কোনো ঐতিহাসিক ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button