Bangla

সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF

HSC বাংলা প্রথম পত্রের সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে প্রকাশ করা হলো।

এইচএসসি বা উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্র সহপাঠ অংশের একটি নাটকের নাম সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর এর লেখা একটি নাটক। সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে দেয়া হলো।

সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নের উত্তর

সৃজনশীল প্রশ্ন ১: রোমের একচ্ছত্র অধিপতি জুলিয়াস সিজার। তাঁর সিনেটররা ব্যাপারটা মেনে নিতে পারেননি। তাঁরা সিজারকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন। এমনকি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাসও এই হীন চক্রান্তে যোগ দেন। সিনেটে নৃশংসভাবে নিহত হন সিজার। মৃত্যুকালে ‘বন্ধু ব্রুটাসের হাতেও উদ্যত ছুরি দেখে বিস্মিত সিজার বলে ওঠেন, ‘ব্রুটাস; তুমিও!’

ক. ওয়াটসনের সই জাল করে দিয়েছে কে?
খ. “বাট আই অ্যাম সিউর নবাব ক্যান কজ নো হার্ম টু আস। উক্তিটি কেন করা হয়েছে?
গ. উদ্দীপকের জুলিয়াস সিজার ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাথে তুলনীয়? বুঝিয়ে দাও।
ঘ. “ব্রুটাসরা কেবল রোমেই নয়, এ বাংলাতেও বিচরণ করেছে।” উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকের আলোকে উক্তিটির মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ২: শহিদ ক্যাপ্টেন বাশার চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। স্বাধীনতাযুদ্ধ শুরু হলে ক্যাপ্টেন বাশার সেনানিবাস পরিত্যাগ করে হালিশহরে অবস্থান নেন এবং পাকিস্তান আর্মির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। পাকিস্তানি বাহিনী এদেশীয় দালাল মারফত তাঁর অবস্থান শনাক্ত করলে তিনি ধৃত হন। তাঁকে ক্যাম্পে বন্দি করে রাখা হয় এবং অমানুষিক নির্যাতন করে তথ্য আদায়ে ব্যর্থ হয়ে গুলি করে হত্যা করা হয়। এ রকম নির্যাতনেও দমে যায়নি মুক্তিপাগল বাংলার মানুষ। মুক্তিকামী জনতার সম্মিলিত সংগ্রামের ফলে এদেশ স্বাধীন হয়েছে।

ক. কোম্পানির ঘুষখোর ডাক্তার কে?
খ. “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা সংলাপটি বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের এদেশীয় দালাল ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা করো।
ঘ. “উদ্দীপকে জনতার সম্মিলিত সংগ্রামে এদেশ স্বাধীন হলেও ‘সিরাজউদ্দৌলা’ নাটকে প্রতিরোধ না করে লোকজন মুর্শিদাবাদ। ছেড়ে পালিয়েছে।”- উক্তিটির সত্যাসত্য যাচাই করো।

সৃজনশীল প্রশ্ন ৩: একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী দেশজুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। অগ্নিসংযোগ, লুণ্ঠন, নির্যাতনের মধ্য দিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। যুদ্ধবিধ্বস্ত এই বাংলাদেশ নিয়ে নিউইয়র্কে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় অবিস্মরণীয় সংগীতসন্ধ্যা। উদ্যোক্তা ও শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্কর। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামের এই অনুষ্ঠান থেকে সংগৃহীত বিপুল অর্থ বাংলাদেশের জন্য ইউনিসেফের শিশু সাহায্য তহবিলে তাঁরা দান করেন।

ক. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপ কার?
খ. “আমার শেষ যুদ্ধ পলাশিতেই”-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের জর্জ হ্যারিসন ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন বিদেশি চরিত্রের সঙ্গে তুলনীয়? কেন?
ঘ. উদ্দীপকটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সাথে কতটুকু যোগসূত্র স্থাপন করেছে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪: নরওয়েতে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে- এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করারপর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

ক. ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ. “আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কুইজলিং-এর সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা করো।.
ঘ. “কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।”-উক্তিটির আলোকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কাহিনি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫: জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের মৃত্যুর পর তাঁর ছেলে হুমায়ূন যখন সিংহাসনে বসেন, তখন তার বয়স অল্প। সিংহাসনে বসার সথে সাথেই চারদিকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। আপন আত্মীয়স্বজন তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়। এমনকি আপন ভাইয়েরাও তাঁকে সহযোগিতা করেনি। তার পরেও বাবরের বড়ো ছেলে হিসেবে তিনি শক্ত হাতে শাসনকার্য চালিয়ে যান এবং মুঘল সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।

ক. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপটি কার?
খ. “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।”- উক্তিটি বুঝিয়ে লেখো।
গ. “উদ্দীপকের হুমায়ূনের সিংহাসনে আরোহণ আর নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ অনেকটাই সাদৃশ্যপূর্ণ।”- আলোচনা করো।
ঘ. “নবাব সিরাজউদ্দৌলা উদ্দীপকের হুমায়ূনের মতো হলে, ‘সিরাজউদ্দৌলা’ নাটকের পরিণতি ভিন্ন হতে পারত।”- বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬: মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য অনুসারে রাম-রাবণের যুদ্ধে বিভীষণ স্বপক্ষ-ত্যাগী বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, অকৃতজ্ঞ ও স্বজনবিমুখ হিসেবে চিহ্নিত। অপরদিকে বীরবাহু, কুম্ভকর্ণ ও মেঘনাদ দেশপ্রেমিক। নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা জীবন উৎসর্গকারী। যদিও বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ যুদ্ধ করার সুযোগ পায়নি। আজও বাঙালি সমাজে প্রবাদ হয়ে আছে-‘ঘরের শত্রু বিভীষণ’।

ক. সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী?
খ. “আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভীড়।”- এ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বিভীষণের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
ঘ. “উদ্দীপকের মেঘনাদ ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সিরাজউদ্দৌলার পরাজয় যুদ্ধ ক্ষেত্রে নয়, ষড়যন্ত্রের কাছে।”- উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকের আলোকে এ উক্তিটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭: রাস্তায় বসে ছোট্ট শিশু, আমিনকে কাঁদতে দেখে তাকে বাড়িতে নিয়ে এলেন প্রফেসর মধুসূদন রায়। পরম মমতায়, সন্তান স্নেহে বড়ো করে তোলেন তাকে। শিক্ষা-দীক্ষা, ধন-সম্পদ কোনো কিছুরই অভাব রাখেননি তিনি। কিন্তু একদিন আমিনই ষড়যন্ত্র করে মধুসূদন বাবুর সমস্ত সম্পত্তি জোর করে দখল করে নিয়ে বাড়ি থেকে সস্ত্রীক মধুসূদন বাবুকে বের করে দিলো। সম্পদের প্রচণ্ড লোভের কাছে পরাজিত হন মধুসূদন। বাবুর দীর্ঘদিনের নিঃস্বার্থ ভালোবাসা।

ক. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপটি কার?
খ. “আমি আল্লাহর পাক কালাম ছুঁয়ে ওয়াদা করছি, আজীবন নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব।”-উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কোন দিকটি ‘সিরাজউদ্দৌলা’, নাটকে প্রতিফলিত হয়েছে? আলোচনা করো।
ঘ. “উদ্দীপকের আমিন ও ‘সিরাজদ্দৌলা’ নাটকের ঘসেটি বেগম একই মুদ্রার এপিঠ-ওপিঠ।”-মন্তব্যটির সত্যতা নিরূপণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮: মুক্তিযুদ্ধের সময় রাজাকার আজমত আলী শান্তি কমিটি গঠন করে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যোগ দিয়ে এই দেশের প্রচুর ক্ষয়-ক্ষতি সাধন করে। পরবর্তীকালে মানবতাবিরোধী অপরাধে তার নামে মামলা করা হয় এবং ফাঁসিও কার্যকর করা হয়। প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা জামিল উদ্দীন জানান ঐ বিশ্বাসঘাতক আজমত আলীর সাহায্যেই হানাদার বাহিনী গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে এবং তাদের পরিবারের ওপর চালায় সীমাহীন নির্যাতন।

ক. ‘সিরাজউদ্দৌলা’ কোন জাতীয় নাটক?
খ. ‘তার নবাব হওয়াটাই আমার মস্ত ক্ষতি।’-উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আজমত আলী ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ? আলোচনা করো।
ঘ. “প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের বিষয়টি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মূল বিষয়কে তুলে ধরেছে।”-মন্তব্যটি বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৯: ‘স্বপ্নছোঁয়া নামে একটি বেসরকারি কোম্পানি রাতারাতি দেশব্যাপী প্রসার লাভ করে। স্বপ্ন বিনিয়োগে মোটা অঙ্কের মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা দেশের সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা শুরু করে। কয়েক মাসের মধ্যে কোম্পানিটির জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। প্রচুর পরিমাণে টাকা হাতিয়ে নিয়ে কোম্পানিটি এক রাতের মধ্যে সারা দেশ থেকে গায়েব হয়ে যায়। এই ভুয়া কোম্পানির কাছ থেকে দেশের সাধারণ মানুষ তাদের সর্বস্ব হারিয়ে ব্যাপকভাবে প্রতারিত হয়।

ক. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের শেষ সংলাপটি কার?
খ. “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ‘স্বপ্ন ছোঁয়া’ কোম্পানির সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকের কোম্পানির উদ্দেশ্য এবং ‘সিরাজউদ্দৌলা’ নাটকে বর্ণিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য একই সূত্রে গাঁথা”- বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০: দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটকের এক জীবন্ত মুসলিম চরিত্র তোরাপ। এই তোরাপ সোচ্চার হয়েছে সামাজিক নানা অসংগতির বিরুদ্ধে, সমাজপতিদের অন্যায় ও অত্যাচারের বিপক্ষে। একজন গরিব কৃষক হয়েও সে সত্যবাদী, সাহসী ও পরোপকারী মানুষ। নবীন মাধবের জন্য প্রাণ উৎসর্গ করতেও সে প্রস্তুত। তাই নবীন মাধবের সব ধরনের সাহসী কাজে সে তার সঙ্গী হয়। ধর্ম-বর্ণের ভেদাভেদ তার দৃষ্টিতে ছিল না বলেই তোরাপ শেষ পর্যন্ত নবীন মাধবের সাথে ছিল। এমনকি নিরীহ কৃষকদের পাশে থেকে অত্যাচারী শোষক ইংরেজ নীলকরদেরও মোকাবিলা করে গেছে সে।

ক. ‘আমি দওলতের পূজারি।’-উক্তিটি কার?
খ. “ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি।”- কে কাকে, কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন?
গ. উদ্দীপকের তোরাপ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কীভাবে?
ঘ. “উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা’ নাটক উভয় ক্ষেত্রেই অন্যায়- অনাচারের বিরুদ্ধে বিশ্বস্ত ও দুঃসাহসী যোদ্ধার, প্রতিবাদী সংগ্রাম উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে।”-উক্তিটির যথার্থতা বিচার করো।

আরো দেখুনঃ লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এখানে এইচএসসি বাংলা ১ম পত্রের সিরাজউদ্দৌলা নাটকের মোট ১০টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। এখান থেকে চাইলে এর পিডিএফও ডাউনলোড করা যাবে।

বিঃদ্রঃ এখানে প্রদত্ত সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর পিডিএফ আকারে দেওয়া হলো। উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে HSC বাংলা ১ম পত্র সিরাজউদ্দৌলা সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করা যাবে।

Digital Porasona Telegram Channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button