কাফের কাকে বলে? কী কী কারণে মানুষ কাফির হতে পারে
এখানে নিচে কাফির বা কাফের কাকে বলে, কাফিরের বৈশিষ্ট্য কি এবং কী কী কারণে মানুষ কাফির হতে পারে সেগুলোর বিস্তারিত উল্লেখ করা হলো।
ইসলামি পরিভাষায় আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। কুফর হলো ইমানের বিপরীত। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির।
কাফির কাকে বলে
কোন ব্যক্তি যদি ইসলামের কোন মৌলিক বিষয় অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। কাফির অর্থ অবিশ্বাসি, অস্বীকারকারী।
কী কী কারনে মানুষ কাফির হতে পারে
মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে। যেমন-
১। আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাস বা অস্বীকার করলে। অর্থাৎ ‘আল্লাহ নেই’ এমন কথা বললে সে ব্যক্তি কাফের হয়ে যাবে।
২৷ আল্লাহ তাআলার গুণাবলী অস্বিকার করলে। যেমন- আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা না মানলে।
৩। ইমানের মৌলিক বিষয় অবিশ্বাস করলে। যেমন- ফেরেশতা, নবী-রাসূল, আসমানী কিতাব, আখিরাত, তকদির ইত্যাদি অবিশ্বাস করলে।
৪। ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করলে। যেমন- সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানলে।
৫। হালালকে হারাম মনে করলে। যেমন- হালালকে হারাম মনে করে না খেলে।
৬। হারামকে হালাল মনে করলে। যেমন- মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়েজ মনে করলে।
৭। ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করলে বা তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করলে।
৮। ইসলামের গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করলে। যেমন- মহানবী (স.) কিংবা কুরআনকে নিয়ে ঠাট্টা-মশকরা করলে।