আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য
আদর্শ গ্যাস কি, আদর্শ গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য এবং আদর্শ গ্যাসের বিস্তারিত এখানে বিস্তারিত উল্লেখ করা হলো।
বিভিন্ন তাপমাত্রায় ও চাপে বিভিন্ন গ্যাসের সূত্র মেনে চলার উপর ভিত্তি করে গ্যাসসমূহকে দুই ভাগে ভাগ করা হয়। যেমন- ১. আদর্শ গ্যাস ও ২. বাস্তব গ্যাস
আদর্শ গ্যাস কাকে বলে?
যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ অর্থাৎ বয়েলের সূত্র, চালর্সের সূত্র, অ্যাভোগেড্রোর সূত্র ইত্যাদি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। বাস্তবে কোনো আদর্শ গ্যাস নেই অর্থাৎ কোন গ্যাসই যথাযথভাবে গ্যাসের সূত্রসমূহ মেনে চলে না। এটি একটি কাল্পনিক ধারণা মাত্র।
আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য
আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো হলো-
i. আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই।
ii. আদর্শ গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়।
iii. আদর্শ গ্যাসের অণুসমূহের উপর অভিকর্ষজ বলের কোনো প্রভাব নেই।
iv. আদর্শ গ্যাসের অণুসমূহ সম্পূর্ণ স্থিতিস্থাপক।
v. আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে PV = nRT সূত্র মেনে চলে।
vi. স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসসমূহের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না।
আরো দেখুনঃ আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য