Biology

ছত্রাক কাকে বলে? ছত্রাক এর বৈশিষ্ঠ্য

এখানে নিচে ছত্রাক কী, ছত্রাক কাকে বলে ও ছত্রাক এর বৈশিষ্ঠ্য এবং উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করা হলো।

প্রচলিত শ্রেণিবিন্যাস পদ্ধতিকে ছত্রাক থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত কিন্তু পঞ্চরাজ্য শ্রেনিবিন্যাসে ছত্রাক প্রজাতিসমূহ পৃথক fungi রাজ্যের অন্তর্গত। Fungi-এর বাংলা প্রতিশব্দ করা হয়েছে ছত্রাক। ছত্রাক সম্বন্ধে স্টাডি করাকে বলা হয় মাইকোলজি বা ছত্রাকতত্ত্ব।

ছত্রাক কাকে বলে?

ক্লোরোফিলবিহীন, নিউক্লিয়াসযুক্ত বহুকোষী, অভাস্কুলার, হাইফিনসমৃদ্ধ মাইসেলিয়াম দ্বারা গঠিত হেটেরোট্রফিক সুকেন্দ্রিক জীব যারা শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে তাদেরকে ছত্রাক বলে।

ছত্রাক এর বৈশিষ্ঠ্য

ছত্রাক এর বৈশিষ্ঠ্য গুলো হলো-

১। ছত্রাক ক্লোরোফিলবিহীন, অসবুজ, সালোকসংশ্লেশনে অক্ষম, অপুস্পক উদ্ভিদ।

২। এরা মৃতজীবী, পরজীবী বা মিথোজীবী হিসেবে বাস করে।

৩। এরা সুকেন্দ্রিক অর্থ্যাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও বিভিন্ন অঙ্গানু বিদ্যমা

৪। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন (একপ্রকার জটিল পলিস্যাকারাইড) নির্মিত।

৫। ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত গ্লাইকোজেন, তৈলবিন্দু, কখনো কখনো কিছু পরিমাণ ভলিউটিন ও চর্বি থাকতে পারে।

৬। ছত্রাকদেহে ভাস্কুলার টিস্যু নেই।

৭। এদের জননাঙ্গ এককোষী।

৮। স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না।

৯। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার হয়।

১০। জাইগোট-এ মায়োসিস বিভাজন ঘটে, তাই থ্যালামাস হ্যাপ্লয়েড।

১১। অধিকাংশ ছত্রাক সদস্যই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে।

১২। তীব্র অভিযোজন ক্ষমতা (কতক 5oC নিম্নতাপমাত্রায় এবং কতক 50oC এর উপর তাপমাত্রায় জন্মাতে পারে)।

১৩। ছত্রাক থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ।

১৪। এককোষী ছাড়া সব ছত্রাকের দেহ হাইফি দ্বারা গঠিত।

Digital Porasona Telegram Channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button