Biology

পরিযায়ী পাখি কাকে বলে? পরিযায়ী পাখির উদাহরণ ও নামের তালিকা

এখানে পরিযায়ী পাখি বা অতিথি পাখি কাকে বলে, অতিথি পাখির উদাহরণ এবং পরিযায়ী বা অতিথি পাখির নামের তালিকা দেওয়া হলো।

পরিযায়ী পাখিদের ক্ষেত্রে পাখি পরিযান ঘটে থাকে। পাখি পরিযান বলতে নির্দিষ্ট প্রজাতির কিছু পাখির প্রতি বছর বা কয়েক বছর পর পর একটি নির্দিষ্ট ঋতুতে বা সময়ে কম করে দু’টি অঞ্চলের মধ্যে আসা-যাওয়াকেই বোঝায়।

পরিযায়ী পাখি কাকে বলে?

যে সব পাখিরা বিশেষ ঋতুতে এক দেশ থেকে অন্যদেশে চলে যায়, আবার সেই ঋতু শেষে অন্য ঋতুর শুরুতে তারা নিজের দেশে ফিরে আসে, এই ধরনের পাখিদের পরিযায়ী পাখি বলে। আমাদের দেশে শীতকালে শীতপ্রধান দেশ থেকে আসা পরিযায়ী পাখিদের দেখা যায়। গরমকালে তারা আবার তাদের নিজেদের দেশে ফিরে যায়।

পরিযায়ী পাখির উদাহরণ

বিভিন্ন রকমের পরিযায়ী পাখি রয়েছে। পরিযায়ী পাখির এক বিশাল অংশ জুড়ে রয়েছে খঞ্জনা, চটক, মাঠ চড়ুই, কসাই পাখি, গাঙচিল, বিভিন্ন শিকারি পাখি ইত্যাদি।

পরিযায়ী পাখির নামের তালিকা

বাংলাদেশে সাধারণত শীতকালে পরিযায়ী পাখি বা অতিথি পাখি এসে থাকে। পরিযায়ী পাখির নামের তালিকা নিচে দেওয়া হলো।

  • সোনাজঙ্গ
  • খুরুলে
  • কুনচুষী
  • বাতারণ
  • শাবাজ
  • জলপিপি
  • ল্যাঞ্জা
  • হরিয়াল
  • দুর্গা
  • টুনটুনি
  • রাজশকুন
  • লালবন মোরগ
  • তিলে ময়না
  • রামঘুঘু
  • জঙ্গি বটের
  • ধূসর বটের
  • হলদে খঞ্চনা
  • কুলাউ
  • নর্দান পিনটেইল
  • স্বচ্ছ পানির খয়রা চকাচকি
  • কার্লিউ
  • বুনো হাঁস
  • ছোট সারস
  • বড় সারস
  • হেরন
  • নিশাচর হেরন
  • ডুবুরি পাখি
  • কাদাখোঁচা
  • গায়ক রেন
  • রাজসরালি
  • পাতিকুট
  • গ্যাডওয়াল
  • পিনটেইল
  • নরদাম সুবেলার
  • কমন পোচার্ড
  • বিলুপ্তপ্রায় প্যালাস ফিস ঈগল (বুলুয়া)।

এছাড়াও নানা রং আর কণ্ঠবৈচিত্র্যের অতিথি পাখিদের মধ্যে রয়েছে ধূসর ও গোলাপি রাজহাঁস, বালি হাঁস, লেঞ্জা, চিতি, সরালি, পাতিহাঁস, বুটিহাঁস, বৈকাল, নীলশীর পিয়াং, চীনা, পান্তামুখি, রাঙামুড়ি, কালোহাঁস, রাজহাঁস, পেড়িভুতি, চখাচখি, গিরিয়া, খঞ্জনা, পাতারি, জলপিপি, পানি মুরগি, নর্থ গিরিয়া, পাতিবাটান, কমনচিল, কটনচিল প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button