অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর [বহুনির্বাচনী]
HSC বাংলা প্রথম পত্রের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পের এমসিকিউ (MCQ) প্রশ্ন এবং উত্তর নিচে প্রকাশ করা হলো।
এইচএসসি বাংলা প্রথম পত্রের গদ্যাংশের একটি গল্পের নাম অপরিচিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোটগল্প। অপরিচিতা গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন ‘গল্পসপ্তক’-এ, পরে ‘গল্পগুচ্ছ’ তৃতীয় খণ্ডে (১৯২৭ খ্রিষ্টাব্দে)। অপরিচিতা গল্পের এমসিকিউ প্রশ্নের উত্তর নিচে দেয়া হলো।
অপরিচিতা গদ্যের MCQ প্রশ্ন
‘অপরিচিতা’ গল্পটি বাগদত্তার প্রতি মনস্তাপে ভেঙে পড়া অনুপম নামের এক ব্যক্তিত্বহীন যুবকের প্রেমানুভূতির গল্প। অনুপমের নিজের অনুশোচনাবোধের অকপট কথামালা।
এই গল্পে অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্যা হয়ে উঠেছে। অপরিচিতা গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের কথায় নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে।
অপরিচিতা গল্পের MCQ প্রশ্ন ও উত্তর
এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পের MCQ প্রশ্ন বা বহুনির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর নিচে দেওয়া হলো-
প্রশ্ন-১. বিশ শতকের ছোটোগল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে?
ক. প্রকৃতি
খ. গীতিময়তা
গ. রাজনীতি
ঘ. বাস্তবতা
উত্তর: (ঘ); বাস্তবতা
প্রশ্ন-২. রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারি কোথায় ছিল?
ক নওগাঁয়
খ কুষ্টিয়ায়
গ নাটোরে
ঘ সিরাজগঞ্জে
উত্তর: (খ); কুষ্টিয়ায়
প্রশ্ন-৩. বয়স অনুসারে অনুপম-
ক. বালক
খ. যুবক
গ. কিশোর
ঘ. কৈশোরোত্তীর্ণ
উত্তর: (খ); যুবক
প্রশ্ন-৪. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর বাপের পক্ষে দেশে বংশমর্যাদা রেখে চলা সহজ ছিল না কেন?
ক. জনবলের অভাব
খ. বখাটেদের উৎপাত
গ. পাওনাদারের তাগাদা
ঘ. আর্থিক অবনতি
উত্তর: (ঘ); আর্থিক অবনতি
প্রশ্ন-৫. শম্ভুনাথ পশ্চিমে গিয়ে বসবাস করছিলেন কেন?
ক. স্বাস্থ্যকর আবহাওয়ার কারণে
খ. নিজের দীনতা আড়াল করার জন্য
গ. বিলাসিতা পরিহার করার জন্য
ঘ. চাকরির বদলিজনিত কারণে
উত্তর: (খ); নিজের দীনতা আড়াল করার জন্য
প্রশ্ন-৬. অনুপমের মামা কেন মনে মনে খুশি হলেন?
ক. মেয়ের বাবা ধনী নয় বলে
খ. শম্ভুনাথের তেজ নেই বলে
গ. মোটা অঙ্কের পণ পাবেন বলে
ঘ. অনুপম কথার অবাধ্য হয় না বলে
উত্তর: (খ); শম্ভুনাথের তেজ নাই বলে
প্রশ্ন-৭. ‘মন্দ নয় হে! খাঁটি সোনা বটে’- বাক্যটিতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে?
ক. কল্যাণীর বিয়ের অলংকার
খ. দেনা-পাওনার পরিমাণ
গ. শম্ভুনাথের চরিত্র সম্পর্কে
ঘ. কল্যাণীর রূপ-সৌন্দর্য
উত্তর: (ঘ); কল্যাণীর রূপ-সৌন্দর্য
প্রশ্ন-৮. শম্ভুনাথ অনুপমকে কোনো কথা বলা আবশ্যক মনে করলেন না কেন?
ক. আত্মমর্যাদাহীন বলে
খ. মেরুদণ্ডহীন বলে
গ. পরনির্ভরশীল বলে
ঘ. আদর্শহীনতার কারণে
উত্তর: (খ); মেরুদন্ডহীন বলে
প্রশ্ন-৯. অনুপমের মতে, ‘কলকাতার বাইরে মামার যাত্রাপথের সীমা কোন্নগর পর্যন্ত।’ এ উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. কোন্নগরের সবটা মামার নখদর্পণে
খ. মামার ভৌগোলিক জ্ঞানের সীমাবদ্ধতা
গ. মামা কোন্নগরের মেয়েকে পছন্দ করতেন
ঘ. হাওড়া হয়ে কোন্নগরে যেতে মামার আপত্তি ছিল
উত্তর: (খ); মামার ভৌগলিক জ্ঞানের সীমাবদ্ধতা
প্রশ্ন-১০. মামার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি বিবেচ্য?
ক. অর্থলোভী
খ. বিচক্ষণ
গ. বাক্সবস্ব
ঘ. কূপমন্ডূক
উত্তর: (ক); অর্থলোভী
প্রশ্ন-১১. অনুপমকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কেন?
ক. আর্থিক অসংগতির কারণে
খ. ব্যক্তিত্বহীনতার কারণে
গ. মনোমালিন্যের কারণে
ঘ. আত্মগরিমার কারণে
উত্তর: (খ); ব্যক্তিত্বহীনতার কারণে
প্রশ্ন-১২. ‘আমার পিতা এককালে গরিব ছিলেন’- কার পিতা?
ক. অনুপমের
খ. কল্যাণীর
গ. হরিশের
ঘ. শম্ভুনাথ বাবুর
উত্তর: (ক); অনুপমের
প্রশ্ন-১৩. হরিশ কে?
ক. অনুপমের মামার বন্ধু
খ. অনুপমের বন্ধু
গ. অনুপমের বাবার বন্ধু
ঘ. অনুপমের আত্মীয়
উত্তর: (খ); অনুপমের বন্ধু
প্রশ্ন-১৪. কল্যাণীর সঙ্গে রেলগাড়িতে কয়টা মেয়ে ছিল?
ক. দুই-তিনটি
খ. তিন-চারটি
গ. চার-পাঁচটি
ঘ. পাচ-ছয়টি
উত্তর: (ক); দুই-তিনটি
প্রশ্ন-১৫. স্টেশনে কল্যাণীদের নিতে এসেছিল কে?
ক. রাজস্থানি চাকর
খ. আসামের চাকর
গ. বাঙালি চাকর
ঘ. হিন্দুস্তানি চাকর
উত্তর: (ঘ); হিন্দুস্তানি চাকর
প্রশ্ন-১৬. ‘জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ।’- এ আক্ষেপ ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মনের অভিব্যক্তি প্রকাশ করে?
ক. শম্ভুনাথের
খ. কল্যাণীর
গ. মামার
ঘ. অনুপমের
উত্তর: (ঘ); অনুপমের
প্রশ্ন-১৭. ‘অর্থলোভ ত্যগ করে মানবিক ও উদার হতে হবে।’- এ মর্মকথা ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের ক্ষেত্রে উপদেশমূলক?
ক. অনুপম
খ. হরিশ
গ. কল্যাণী
ঘ. মামা
উত্তর: (ঘ); মামা
প্রশ্ন-১৮. পঁচিশ বছর বয়সেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়নি। ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের সাথে বাদলের মিল রয়েছে?
ক. শম্ভুনাথ
খ. বিনুদাদা
গ. অনুপম
খ. কল্যাণী
উত্তর: (গ); অনুপম
প্রশ্ন-১৯. শম্ভুনাথ বাবুর ক্ষেত্রে প্রযোজ্য, তিনি একজন-
i. বিশ্বাসযোগ্য মানুষ
ii. আত্মসম্মান বোধসম্পন্ন মানুষ
iii. স্বল্পভাষী ও সুবিবেচক মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii.
ঘ. i, ii ও iii
উত্তর: (ঘ); i, ii ও iii
প্রশ্ন-২০. কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তে যে বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে তা হলো-
i. ব্যক্তিত্ববোধ
ii. আভিজাত্যবোধ
iii. দৃঢ় মানসিকতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii.
ঘ. i, ii ও iii
উত্তর: (খ); i ও iii
প্রদত্ত উদ্দীপক পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আজ ভট্টাচার্য মহাশয় তাঁর বড়ো ছেলে আশিষের জন্য মেয়ে দেখতে যাবেন। এই নিয়ে একুশতম বার। উপযুক্ত পণ ছাড়া ছেলের বিয়ে তিনি দেবেন না।
প্রশ্ন-২১. উদ্দীপকের আশিষ ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের সঙ্গে অনেকাংশে তুলনীয়?
ক. অনুপমের
খ. হরিশের
গ. বিনুদাদার
ঘ. মামাবাবুর
উত্তর: (ক); অনুপমের
প্রশ্ন-২২. উদ্দীপকের উক্ত বিবরণে উঠে এসেছে “অপরিচিতা গল্পের-
i. সমাজের যৌতুকপ্রথা
ii. সমাজের বিবাহপ্রথা
iii. সমাজের কৌলীন্য প্রথা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii.
ঘ. i, ii ও iii
উত্তর: (ক); i ও ii
প্রশ্ন-২৩. ‘মঞ্জরি’ কী?
ক. কিশলয়যুক্ত কচি ডাল
খ. শাখা-প্রশাখাযুক্ত মোটা ডাল
গ. গাছের কচি পাতা
ঘ. গাছের ঝরে পড়া পাতা
উত্তর: (ক); কিশলয়যুক্ত কচি ডাল
প্রশ্ন-২৪. নিচের কোনটি ‘সওগাদ’ শব্দের অর্থ?
ক. সম্ভাষণ
খ. প্রার্থনা
গ. উপঢৌকন
গ. অভিবাদন
উত্তর: (গ); উপঢৌকন
প্রশ্ন-২৫. বাচনভঙ্গির দিক থেকে ‘অপরিচিতা’ গল্পটি কোন পুরুষে লেখা?
ক. উত্তম পুরুষ
খ. মধ্যম পুরুষ
গ. নাম পুরুষ
ঘ. প্রথম পুরুষ
উত্তর: (ক); উত্তম পুরুষ
প্রশ্ন-২৬. শম্ভুনাথ সেনের মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার কারণ কী?
ক. অনুপমের ব্যক্তিত্বহীনতা
খ. মামার অবিশ্বাসী মনোভাব
গ. মামার স্বার্থপরতা
ঘ. অনুপমের লোভী মানসিকতা
উত্তর: (ক); অনুপমের ব্যাক্তিহীনতা
প্রশ্ন-২৭. মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুর এসেছে কেন?
ক. কল্যাণীকে বিয়ে করতে
খ. কল্যাণীকে সাহায্য করতে
গ. কল্যাণীর সাথে দেখা করতে
ঘ. কল্যাণীর কাছে ক্ষমা চাইতে
উত্তর: (গ); কল্যাণীর সাথে দেখা করতে
প্রশ্ন-২৮. অনুপম মামাকে তার ভাগ্যদেবতার এজেন্ট বলেছেন। কারণ-
i. মামাই তার আসল অভিভাবক
ii. মামার লোভী মানসিকতা
iii. বিবাহের ব্যাপারে মামার কথাই চূড়ান্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii.
ঘ. i, ii ও iii
উত্তর: (খ); i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আমার শ্বশুরের মনে ছিল তাঁহার বেহাই একদা তাঁহাকে বারবার আশ্বাস দিয়েছিলেন যে যখন তাঁহার খুশি মেয়েকে লইয়া যাইতে পারিবেন। এ সত্যের অন্যথা হইতে পারে, এ কথা তিনি মনেও আনিতে পারেন নাই।
প্রশ্ন-২৯. উদ্দীপকের শ্বশুরের বক্তব্য ‘অপরিচিতা’ গল্পের শম্ভুনাথ চরিত্রের কোন কথায় প্রকাশিত?
ক. তবে আপনাদের গাড়ি বলিয়া দিই
খ. একবার এই দিকে আসতে হচ্ছে
গ. এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই
ঘ. ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন
উত্তর: (ঘ); ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন
প্রশ্ন-৩০. ‘এসো, এসো, বেঁচে থাকো’ – এটি কোন ধরনের বাক্য?
ক. অনুজ্ঞাসূচক
খ. আবেগসূচক
গ. বিবৃতিমূলক
ঘ. নেতিবাচক
উত্তর: (ক); অনুজ্ঞাসূচক
প্রশ্ন-৩১. ‘জ্যাকী মুনের কন্ঠস্বর শুনে বিমোহিত হয়ে গেল’- জ্যাকীর সাথে ‘অপরিচিতা’ গল্পে কার সাদৃশ্য রয়েছে?
ক. হরিশের
খ. বিনুর
গ. শম্ভুনাথের
ঘ. অনুপমের
উত্তর: (ঘ); অনুপমের
প্রশ্ন-৩২. অনুপমের বাবা নিজের উপার্জিত টাকা ভোগ করতে পারলেন না কেন?
ক. মিতব্যয়ী ছিলেন বলে
খ. সুযোগ পাননি বলে
গ. কেবল উপার্জনে ব্যস্ত ছিলেন বলে
ঘ. ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন বলে
উত্তর: (গ); কেবল উপার্জনে ব্যস্ত ছিলেন বলে
প্রশ্ন-৩৩. অনুপম কার হাতে মানুষ?
ক. মায়ের
খ. বাবার
গ. মামার
ঘ. ধাত্রীর
উত্তর: (ক); মায়ের
প্রশ্ন-৩৪. শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে?
ক. সাদামাটাভাবে
খ. কঠোর শ্রমে
গ. অনাদরে
ঘ. আদরে
উত্তর: (ঘ); আদরে
প্রশ্ন-৩৫. ‘আমার পুরোপুরি বয়সই হইল না’ – কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. কর্মে অপরিপক্ক
খ. অপরিণত বয়স
গ. পরমুখাপেক্ষী হওয়া
ঘ. চিন্তায় অপরিণত
উত্তর: (গ); পরমুখাপেক্ষী হওয়া
প্রশ্ন-৩৬. পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
ক. মা
খ. বাবা
গ. মামা
ঘ. বিনুদা
উত্তর: (গ); মামা
প্রশ্ন-৩৭. ‘অপরিচিতা’ গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিল?
ক. বছর চারেক
খ. বছর পাঁচেক
গ. বছর ছয়েক
ঘ. বছর সাতেক
উত্তর: (গ); বছর ছয়েক
প্রশ্ন-৩৮. ‘ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন।’— এই ‘ফল্গু’ নদীর বৈশিষ্ট্য কী?
ক. অন্তঃসলিলা
খ. খরস্রোতা
গ. জোয়ার-ভাটাহীন
ঘ. দ্বীপবেষ্টিত
উত্তর: (ক); অন্তঃসলিলা
প্রশ্ন-৩৯. বিয়ে সম্পর্কে মামার বিশেষ মতের কারণ কী?
ক. অহমিকা বজায় রাখা
খ. সংসার বিষয়ক দূরদৃষ্টি
গ. সম্বন্ধ করে ঠকা না হয়
ঘ. বিয়ে সম্পর্কে অভিজ্ঞতা
উত্তর: (ক); অহমিকা বজায় রাখা
প্রশ্ন-৪০. হরিশ ছুটিতে কোথায় এসেছিল?
ক. ঢাকায়
খ. কলকাতায়
গ. বরিশালে
ঘ. যশোরে
উত্তর: (খ); কলকাতায়
প্রশ্ন-৪১. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী?
ক. ম্যাট্রিক
খ. আইএ
গ. বিএ
ঘ. এমএ
উত্তর: (ঘ); এমএ
প্রশ্ন-৪২. অনুপমের গোপন কথা কোথায়?
ক. তবু মর্মরে
খ. আকাশে-বাতাসে
গ. মরুভূমিতে
ঘ. হৃদয়মন্দিরে
উত্তর: (ক); তরু মর্মরে
প্রশ্ন-৪৩. ‘অপরিচিতা’ গল্পে সরস রসনার গুণ আছে কার?
ক. বিনুর
খ. অনুপমের
গ. হরিশের
ঘ. শম্ভুনাথের
উত্তর: (গ); হরিশের
প্রশ্ন-৪৪. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর বয়স কত?
ক. চৌদ্দো
খ. পনেরো
গ. ষোলো
ঘ. সতেরো
উত্তর: (খ); পনেরো
প্রশ্ন-৪৫. মামার মন ভারী হলো কেন?
ক. পণের অঙ্ক সামান্য বলে
খ. মেয়ের বয়স কম বলে
গ. মেয়ের শিক্ষা কম বলে
ঘ. মেয়ের বয়স বেশি বলে
উত্তর: (ঘ); মেয়ের বয়স বেশি বলে
প্রশ্ন-৪৬. বরের হাট মহার্ঘ কেন?
ক. যোগ্য বরের অভাবে
খ. যৌতুকের কারণে
গ. স্থান-কাল পাত্রের বাছবিহারে
ঘ. মেয়ের বয়সের কারণে
উত্তর: (খ); যৌতুকের কারণে
প্রশ্ন-৪৭. অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারল না?
ক. মায়ের ভয়ে
খ. মামার ভয়ে
গ. সাহসের অভাবে
ঘ. লোকলজ্জার ভয়ে
উত্তর: (গ); সাহসের অভাবে
প্রশ্ন-৪৮. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
ক. বিনু
খ. হরিশ
গ. প্রতাপ
ঘ. অৰ্পণ
উত্তর: (ক); বিনু
প্রশ্ন-৪৯. ‘আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নেই’ এ কথা বলতে বোঝানো হয়েছে অনুপমের—
ক. রুচিশীলতাকে
খ. দেবতার কুদৃষ্টিকে
গ. ভাগ্যের সুপ্রসন্নতাকে
ঘ. স্বার্থহীন ভালোবাসাকে
উত্তর: (গ); ভাগ্যের সুপ্রসন্নতাকে
প্রশ্ন-৫০. অত্যন্ত আঁটি ভাষার বক্তা কে?
ক. হরিশ
খ. বিনুদাদা
গ. অনুপমের মামা
ঘ. শম্ভুনাথ সেন
উত্তর: (খ); বিনুদাদা
প্রশ্ন-৫১. শম্ভুনাথ বাবুর বয়স কত?
ক. প্রায় চল্লিশ বছর
খ. প্রায় সত্তর বছর
গ. প্রায় পঞ্চাশ বছর
ঘ. প্রায় ষাট বছর
উত্তর: (ক); প্রায় চল্লিশ বছর
প্রশ্ন-৫২. ‘অপরিচিতা’ পরে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার ওপরে চোখ পড়িবার মতো চেহারা কার?
ক. বিনুদার
খ. হরিশের
গ. উকিল বাবুর
ঘ. শম্ভুনাথ বাবুর
উত্তর: (ঘ); শম্ভুনাথ বাবুর
প্রশ্ন-৫৩. কোনটি ‘মকরমুখা’ ছিল?
ক. নূপুর
খ. আংটি
গ. লকেট
ঘ. বালা
উত্তর: (ঘ); বালা
প্রশ্ন-৫৪. ‘সেকরা মকরমুখা মোটা একখানা বালা একটু চাপ দিয়া দেখাইল তাহা বাঁকিয়া যায়। এতে প্রমাণিত হয় বালাটির সোনা-
ক. খাঁটি
খ. নকল
গ. ভেজাল
ঘ. প্রাচীন
উত্তর: (ক); খাঁটি
প্রশ্ন-৫৫. অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা কোন আমলের ছিল?
ক. মাতামহীর
খ. পিতামহীর
গ. পুরোনো আমলের
ঘ. পূর্ব পুরুষের
উত্তর: (খ); পিতামহীর
প্রশ্ন-৫৬. ‘অপরিচিতা’ গল্পে বিয়ের অনুষ্ঠানে গহনা মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?
ক. সংকীর্ণতা
খ. চতুরতা
গ. হীনম্মন্যতা
ঘ. বিশ্বাসহীনতা
উত্তর: (গ); হীনম্মন্যতা
প্রশ্ন-৫৭. পাত্রপক্ষের দেওয়া এয়ারিং জোড়াকে সেকরা কী বলে অভিহিত করেছে?
ক. প্রাচীন আমলের মাল
খ. বিলাতি মাল
গ. বিদেশি মাল
ঘ. হাল ফ্যাশনের মাল
উত্তর: (খ); বিলাতি মাল
প্রশ্ন-৫৮. ‘এটা আপনারাই রাখিয়া দিন’- এখানে ‘এটা’ দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. বালাজোড়া
খ. এয়ারিং জোড়া
গ. নেকলেস
ঘ. বিনীত আরজ
উত্তর: (খ); এয়ারিং জোড়া
প্রশ্ন-৫৯. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন?
ক. অপমানে
খ. লজ্জায়
গ. রাগে
ঘ. পরাজয়ে
উত্তর: (ক); অপমানে
প্রশ্ন-৬০. বিয়ের আসরে অনুপম সম্পর্কে কী কথা প্রমাণ হয়ে গিয়েছিল?
ক. কাপুরুষ
খ. ভীরু
গ. মেরুদণ্ডহীন
ঘ. আস্থাহীন
উত্তর: (গ); মেরুদন্ডহীন
প্রশ্ন-৬১. ‘আমি বিবাহ করিব না’- বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে?
ক. অভিমান
খ. প্রতিজ্ঞা
গ. রাগ ও ক্ষোভ
ঘ. প্রতিবাদ
উত্তর: (ঘ); প্রতিবাদ
প্রশ্ন-৬২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী?
ক. কন্যার পিতা গরিব হওয়া
খ. যৌতুক দিতে না পারা
গ. মামার হীন ব্যবহার
ঘ. শম্ভুনাথ বাবুর অনিচ্ছা
উত্তর: (গ); মামার হীন ব্যবহার
প্রশ্ন-৬৩. ‘আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না’ – ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেন বাক্যটি দ্বারা বরযাত্রীদের কী বুঝিয়েছেন?
ক. বিয়ের ব্যাপারে অপারগতা
খ. বিয়ে বাড়ি থেকে বিদায় করা
গ. সৌজন্যমূলক ক্ষমা প্রার্থনা করা
ঘ. লেনদেনের ব্যাপারে অপারগতা
উত্তর: (ক); বিয়ের ব্যাপারে অপারগতা
প্রশ্ন-৬৪. বিয়ের আসর থেকে বরযাত্রীদের প্রস্থান পালাকে অনুপম কীসের সাথে তুলনা করেছে?
ক. দক্ষযজ্ঞের পালা
খ. নকল-সহদেবের পালা
গ. রাম-রাবণের পালা
ঘ. অসুরের পালা
উত্তর: (ক); দক্ষযজ্ঞের পালা
প্রশ্ন-৬৫. কল্যাণীকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া অনুপমের কাছে কী হিসেবে রয়ে গেল?
ক. মনের আড়াল
খ. দেয়ালটুকুর আড়াল
গ. বিবেকের দংশনক্ষত
ঘ. দৃশ্চিন্তার কারণ
উত্তর: (খ); দেয়ালটুকুর আড়াল
প্রশ্ন-৬৬. ‘অপরিচিতা’ গল্পে অনুপম কখন বিনু দাদার বাড়িতে যেত?
ক. সকালে
খ. বিকালে
গ. দুপুরে
ঘ. সন্ধ্যায়
উত্তর: (ঘ); সন্ধ্যায়
প্রশ্ন-৬৭. ‘বাপের এক মেয়ে যে বড়ো আদরের মেয়ে’- এখানে কার কথা বোঝানো হয়েছে?
ক. আসমা
খ. মাতিলদা
গ. কল্যাণী
ঘ. আহ্লাদি
উত্তর: (গ); কল্যাণী
প্রশ্ন-৬৮. ‘কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত— আর সবই অজানা অস্পষ্ট’, বক্তব্যে ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. অনুপমের প্রকৃতি অনুভব
খ. অনুপমের নিঃসঙ্গতাবোধ
গ. অনুপমের উদার দৃষ্টিভঙ্গি
ঘ. অনুপমের অনুশোচনাবোধ
উত্তর: (খ); অনুপমের নিঃসঙ্গতাবোধ
প্রশ্ন-৬৯. ‘চন্দ্র’ রিতুর কন্ঠস্বর শুনে বিমোহিত হয়ে গেল চন্দ্রের সাথে ‘অপরিচিতা’ গল্পে কার সাদৃশ্য রয়েছে?
ক. হরিশের
খ. বিনুর
গ. শম্ভুনাথের
ঘ. অনুপমের
উত্তর: (ঘ); অনুপমের
প্রশ্ন-৭০. শুনিলেই মন বলিয়া ওঠে ‘এমন তো আর শুনি নাই।’ কী?
ক. কেবলমাত্র মেয়ের গলা
খ. একটি মানুষের গলা
গ. গাছের পাতার শব্দ
ঘ. কল্যাণীর গলার স্বর
উত্তর: (ঘ); কল্যাণীর গলার স্বর
আরো দেখুনঃ অপরিচিতা গল্পের ব্যাখ্যা ও মূলভাব
এখানে অপরিচিতা গল্পের মোট ৭০টি এমসিকিউ বা বহুবির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর দেওয়া হলো। নিচে থেকে চাইলে এর পিডিএফ ও ডাউনলোড করা যাবে।