Bangla

অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর [জ্ঞানমূলক]

HSC বাংলা প্রথম পত্রের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিচে প্রকাশ করা হলো।

উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশের অন্তর্ভুক্ত একটি গল্পের নাম অপরিচিতা। ‘অপরিচিতা’ ছোটগল্পটি সর্বপ্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক ‘সবুজপত্র’ পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেয়া হলো।

অপরিচিতা গদ্যের সংক্ষিপ্ত প্রশ্ন

অপরিচিতা গল্পে অপরিচিত মানসীর প্রতি প্রেমময় হৃদয়ের ব্যাকুলতা মূর্তরূপ পেয়েছে। এই গল্পের নায়িকা কল্যাণী পুরো গল্পজুড়ে নায়ক অনুপমের কাছে সবসময় অপরিচিতই রয়ে যায়।

অপরিচিতা গল্পের নায়ক অনুপমের তার জীবন সম্পর্কে তার সহজ স্বীকারোক্তি দিয়ে এ গল্প শুরু হয়। সে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেছে। কিন্তু তার কোনো ব্যক্তিত্ব নেই। তাকে দেখলে মনেহয়, সে যেন মায়ের কোলে থাকা শিশু। পরিবারতন্ত্রের কাছে সে অসহায় পুতুলমাত্র।

অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন এবং এর উত্তর নিচে দেওয়া হলো-

লেখক-পরিচিতি

সংক্ষিপ্ত প্রশ্ন-১: রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিস্টীয় কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ মে জন্মগ্রহণ করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-২: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ সালের ২৫শে বৈশাখ জন্মগ্রহণ করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩: রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪: রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫: রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম সারদা দেবী।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬: বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
উত্তর: বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

সংক্ষিপ্ত প্রশ্ন-৭: রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প প্রকাশিত হয় কত বছর বয়সে?
উত্তর: রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প প্রকাশিত হয় ষোলো বছর বয়সে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৮: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্পের নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্পের নাম ‘ভিখারিনী’।

সংক্ষিপ্ত প্রশ্ন-৯: রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি ‘ছোটগল্প রচনার স্বর্ণযুগ’ হিসেবে বিবেচিত হয়
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি ‘ছোটগল্প রচনার স্বর্ণযুগ’ হিসেবে বিবেচিত হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন-১০: ‘রক্তকরবী’ কী ধরনের রচনা?
উত্তর: ‘রক্তকরবী’ একটি নাট্যগ্রন্থ।

সংক্ষিপ্ত প্রশ্ন-১১: রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ আগস্ট মৃত্যুবরণ করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-১২: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৩৪৮ সালের ২২শে শ্রাবণ মৃত্যুবরণ করেন।

মূলপাঠ

সংক্ষিপ্ত প্রশ্ন-১৩: বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
উত্তর: বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৪: অনুপমের সুন্দর চেহারা নিয়ে কে বিদ্রুপ করতেন?
উত্তর: অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিতমশায় বিদ্রুপ করতেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৫: অনুপমকে ‘মাকাল ফল’-এর সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে?
উত্তর: অনুপমকে ‘মাকাল ফল” এর সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল পণ্ডিতমশায়।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৬: কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে?
উত্তর: অনুপমকে ‘মাকাল ফল’ বলে বিদ্রুপ করা হয়েছে।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৭: অনুপমের বাবার পেশা কী ছিল?
উত্তর: অনুপমের বাবার পেশা ছিল ওকালতি।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৮: অনুপমের বাবা প্রথম অবসর পান কখন?
উত্তর: অনুপমের বাবা প্রথম অবসর পান মৃত্যুর পর।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৯: অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?
উত্তর: অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-২০: ‘অপরিচিতা’ গল্পে কাকে গজাননের ছোটো ভাই বলা হয়েছে?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে ব্যঙ্গার্থে অনুপমকে গজাননের ছোটো ভাই বলা হয়েছে।

সংক্ষিপ্ত প্রশ্ন-২১: অনুপমের আসল অভিভাবক কে?
উত্তর: অনুপমের আসল অভিভাবক তার মামা।

সংক্ষিপ্ত প্রশ্ন-২২: ‘অপরিচিতা’ গল্পে মামা অনুপমের চেয়ে কত বছরের বড়ো?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড়ো।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৩: পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?
উত্তর: পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট তার মামা।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৪: ‘অপরিচিতা’ গল্পে টাকার প্রতি আসক্তি কার অস্থিমজ্জায় জড়িত?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে টাকার প্রতি আসক্তি অনুপমের মামার অস্থিমজ্জায় জড়িত।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৫: ‘অপরিচিতা’ গল্পের হরিশ ছুটিতে কোথায় এসেছে?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পের হরিশ ছুটিতে কলকাতায় এসেছে।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৬: অনুপমের বিয়ের সম্বন্ধ কে এনেছিল?
উত্তর: অনুপমের বিয়ের সম্বন্ধ হরিশ এনেছিল।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৭: গল্পকথকের মতে, হরিশ মানুষ হিসেবে কেমন?
উত্তর: গল্প কথকের মতে, হরিশ মানুষ হিসেবে রসিক।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৮: ‘অপরিচিতা’ গল্পে এককালে কার বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে এককালে শম্ভুনাথ সেনের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৯: মেয়ের বয়স পনেরো শুনে কার মন ভার হলো?
উত্তর: মেয়ের বয়স পনেরো শুনে মামার মন ভার হলো।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩০: ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত কার সরস রসনার গুণ আছে?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত হরিশের সরস রসনার গুণ আছে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩১: ‘অপরিচিতা’ গল্পে বিশেষ কাজে মামা একবার কোথায় গিয়েছিলেন?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে বিশেষ কাজে মামা একবার কোন্নগর গিয়েছিলেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩২: কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?
উত্তর: কন্যাকে আশীর্বাদ করার জন্য অনুপমের পিসতুতো ভাই বিনুদাকে পাঠানো হয়েছিল।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৩: কল্যাণীকে আশীর্বাদ করেছিলেন কে?
উত্তর: কল্যাণীকে আশীর্বাদ করেছিলেন অনুপমের পিসতুতো ভাই বিনুদা।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৪: অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
উত্তর: অনুপমের পিসতুতো ভাইয়ের নাম বিনু।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৫: অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে কার বিরোধ নেই?
উত্তর: অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের বিরোধ নেই।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৬: বিয়ে উপলক্ষ্যে কনেপক্ষকে কোথায় আসতে হলো?
উত্তর: বিয়ে উপলক্ষ্যে কনেপক্ষকে কলকাতায় আসতে হলো।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৭: অনুপমদের বাড়ি কোথায়?
উত্তর: অনুপমদের বাড়ি কলকাতায়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৮: শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন?
উত্তর: শম্ভুনাথ বাবু বিবাহের তিন দিন আগে অনুপমকে প্রথম দেখেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৯: ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত কার চেহারা চোখে পড়ার মতো?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত শম্ভুনাথ বাবুর চেহারা চোখে পড়ার মতো।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪০: ‘অপরিচিতা’ গল্পে কে চুপচাপ স্বভাবের?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ বাবু চুপচাপ স্বভাবের।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪১: কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন?
উত্তর: গায়ে হলুদে কনের বাড়িতে যে পরিমাণ বাহক গিয়েছিল তাদের আপ্যায়নে কল্যাণীদের কী রকম নাকাল হতে হবে, সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪২: শম্ভুনাথ বাবুর স্মিতহাস্য বন্ধুটি পেশায় কী ছিলেন?
উত্তর: শম্ভুনাথ বাবুর স্মিতহাস্য বন্ধুটি পেশায় উকিল ছিলেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৩: অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কী ছিল?
উত্তর: অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য ছিল, তিনি কারোনকাছে ঠকবেন না।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৪: শম্ভুনাথ বাবুর মেয়ের গহনাগুলো কোন আমলের ছিল?
উত্তর: শম্ভুনাথ বাবুর মেয়ের গহনাগুলো তাঁর পিতামহীদের আমলের ছিল।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৫: শম্ভুনাথ সেকরার হাতে কী পরীক্ষা করতে দিয়েছিলেন?
উত্তর: শম্ভুনাথ সেকরার হাতে অনুপমদের পক্ষ থেকে কল্যাণীকে দেওয়া একজোড়া এয়ারিং পরখ করতে দিয়েছিলেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৬: ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৭: মামা অনুপমকে কোথায় গিয়ে বসতে বললেন?
উত্তর: মামা অনুপমকে বিয়ের সভায় গিয়ে বসতে বললেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৮: ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি?
উত্তর: ঠাট্টার সম্পর্ককে শম্ভুনাথ সেন স্থায়ী করতে চাননি।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৯: অনুপমের মামা কী নালিশ করবেন বলে গোল বাধিয়েছেন?
উত্তর: অনুপমের মামা বিয়ের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করবেন বলে গোল করে বেড়াচ্ছিলেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫০: কল্যাণীকে কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল?
উত্তর: কল্যাণীকে অনুপমের ফটোগ্রাফ দেখানো হয়েছিল।

প্রশ্ন-৫১: কে বিয়ে করবে না বলে পণ করেছে?
উত্তর: কল্যাণী বিয়ে করবে না বলে পণ করেছে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫২: ‘গাড়িতে জায়গা আছে’ – উক্তিটি কার?
উত্তর: ‘গাড়িতে জায়গা আছে’- উক্তিটি কল্যাণীর।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৩: অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে কী দেখল?
উত্তর: অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে প্রাকৃতিক শোভা দেখতে লাগল।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৪: অনুপমের অন্তরে কোন কথাটি চিরজীবনের গানের হয়ে রইল?
উত্তর: অনুপমের অন্তরে ‘জায়গা আছে’— এই কথাটি চিরজীবনের ধুয়া গানের ধুয়া হয়ে রইল।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৫: শম্ভুনাথ সেনের মেয়ের নাম কী?
উত্তর: শম্ভুনাথ সেনের মেয়ের নাম কল্যাণী।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৬: ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৭: কল্যাণীর বাবার নাম কী?
উত্তর: কল্যাণীর বাবার নাম শম্ভুনাথ সেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৮: কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?
উত্তর: কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৯: কার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে যায়?
উত্তর: মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে যায়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬০: বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?
উত্তর: বিবাহ ভাঙ্গার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬১: বিবাহ ভাঙার পর কল্যাণী কীসে জড়িয়েছে?
উত্তর: বিবাহ ভাঙার পর কল্যাণী দেশমাতৃকার সেবায় জড়িয়েছে।

শব্দার্থ ও টীকা

সংক্ষিপ্ত প্রশ্ন-৬২: গজাননের ছোটো ভাই কে?
উত্তর: গজাননের ছোটো ভাই কার্তিক।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৩: ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম কী?
উত্তর: ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম ফল্গু।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৪: লক্ষ্মী কীসের দেবী?
উত্তর: লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৫: ‘স্বয়ংবরা’ শব্দের অর্থ কী?
উত্তর: স্বয়ংবরা শব্দের অর্থ যে মেয়ে নিজেই নিজের স্বামী নির্বাচন করে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৬: ‘উমেদারি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘উমেদারি’ শব্দের অর্থ চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৭: প্রজাপতি কীসের দেবতা?
উত্তর: প্রজাপতি বিয়ের দেবতা।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৮: “কন্সট” শব্দের অর্থ কী?
উত্তর: ‘কন্সট’ শব্দের অর্থ—নানারকম বাদ্যযন্ত্রের ঐকতান।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৯: ‘অভ্র’ কী?
উত্তর: ‘অভ্র’ এক ধরনের খনিজ ধাতু।

সংক্ষিপ্ত প্রশ্ন-৭০: ‘প্রদোষ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা।

পাঠ-পরিচিতি

সংক্ষিপ্ত  প্রশ্ন-৭১: ‘অপরিচিতা’ গল্পের লেখক কে?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।

সংক্ষিপ্ত প্রশ্ন-৭২: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রথম চৌধুরী সম্পাদিত মাসিক ‘সবুজপত্র’ পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৭৩: ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।

সংক্ষিপ্ত প্রশ্ন-৭৪: ‘অপরিচিতা’ গল্পের গল্পকথকের নাম কী?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পের গল্পকথকের নাম অনুপম।

সংক্ষিপ্ত প্রশ্ন-৭৫: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি প্রথম ‘গল্পসপ্তক’ গ্রন্থে প্রকাশিত হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৭৬: ‘অপরিচিতা’ গল্পটি ‘গল্পগুচ্ছ’ গ্রন্থের কোন খণ্ডে অন্তর্ভুক্ত হয়?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পটি ‘গল্পগুচ্ছ’ গ্রন্থের তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়।

সংক্ষিপ্ত  প্রশ্ন-৭৭: ‘গল্পসপ্তক’ কীসের সংকলন?
উত্তর: ‘গল্পসপ্তক’ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন।

আরো দেখুনঃ অপরিচিতা গল্পের অনুধাবন প্রশ্নের উত্তর

এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পের ৭৭টি সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন এবং এর উত্তর দেওয়া হলো। এখান থেকে চাইলে নিচে থেকে পিডিএফও ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button