Math

নববিন্দু বৃত্ত কাকে বলে? নববিন্দু বৃত্তের বৈশিষ্ট্য

এখানে বৃত্তের নববিন্দু বৃত্ত কি, নববিন্দু বৃত্ত কাকে বলে ও নববিন্দু বৃত্তের বৈশিষ্ট্য এবং নববিন্দুবৃত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

নববিন্দু বৃত্ত এমন একটি বৃত্ত যা সকল ত্রিভুজের ক্ষেত্রেই পাওয়া যায়। নয়টি বিশেষ বিন্দু দিয়ে গঠিত হওয়ায় কাঠামোটির নাম এরকম রাখা হয়েছে। নববিন্দু বৃত্ত আরও কয়েকটি নামে পরিচিত। এগুলো হলোঃ ফয়েরবাখের বৃত্ত, অয়লারের বৃত্ত, টারকেমের বৃত্ত, ষড়বিন্দু বৃত্ত, দ্বাদশবিন্দু বৃত্ত, n-বিন্দু বৃত্ত, মধ্যঅন্তর্লিখিত বৃত্ত মধ্য বৃত্ত অথবা পরিমধ্যবৃত্ত।

নববিন্দু বৃত্ত কাকে বলে?

কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুত্রয়, শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্বত্রয়ের পাদবিন্দুত্রয় এবং শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোজক রেখাত্রয়ের মধ্যবিন্দুত্রয়, সর্বমোট এই নয়টি বিন্দু একই বৃত্তের অবস্থান করে। এই বৃত্তকেই নববিন্দুবৃত্ত বলে।

নববিন্দু বৃত্তের বৈশিষ্ট্য

নববিন্দু বৃত্তের বৈশিষ্ট্যগুলো হলো-

১। ত্রিভুজের লম্ববিন্দু ও পরিকেন্দ্র সংযোজনকারী রেখাংশের মধ্যবিন্দুই নববিন্দু বৃত্তের কেন্দ্র।

২। নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেকের সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button