Bangla

আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর [জ্ঞানমূলক]

HSC বাংলা প্রথম পত্রের কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিচে প্রকাশ করা হলো।

একাদশ-দ্বাদশ শ্রেনী বা উচ্চমাধ্যমিক বাংলা প্রথম পত্রের গদ্যাংশের একটি প্রবন্ধের নাম আমার পথ। কাজী নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘রুদ্র-মঙ্গল’ থেকে ‘আমার পথ’ প্রবন্ধটি সংকলিত হয়েছে। আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন ও এর উত্তর নিচে দেয়া হলো।

আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন

কাজী নজরুল ইসলাম তার নিজের সত্যকে তার পথ নির্দেশক মনে করেন। তিনি সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্যে দিয়ে লক্ষ্য করেছেন নিজের সত্য এবং বিশ্বাসকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে না জানলে আমাদের ব্যক্তিত্ব আহত হয়, পরনির্ভরতা তৈরী হয়।

নজরুলের ‘আমি’ ভাবনা বিন্ধুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। তিনি প্রতিটি মানুষকেই পূর্ণ এক আমির সীমায় ব্যাপ্ত করতে চেয়েছেন। একইসাথে সব মানুষকে একে অপরের সাথে মিলিয়ে ‘আমরা’ হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত জীবন-সংকল্পকে তিনি তার মধ্যে সত্যপথের পথিক হতে যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িতে দিতে চান।

আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ প্রবন্ধের সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন এবং এর উত্তর নিচে দেওয়া হলো-

লেখক পরিচিতি

সংক্ষিপ্ত প্রশ্ন-১: বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

সংক্ষিপ্ত প্রশ্ন-২: কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩: কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪: কাজী নজরুল ইসলাম ১৩০৬ সনের কোন তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৩০৬ সনের ১১ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫: কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬: কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?
উত্তর: কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ।

সংক্ষিপ্ত প্রশ্ন-৭: কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?
উত্তর: কাজী নজরুল ইসলামের মাতার নাম জাহেদা খাতুন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৮: কাজী নজরুল ইসলামের উপাধি কী?
উত্তর: কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে— ‘বিদ্রোহী কবি’।

সংক্ষিপ্ত প্রশ্ন-৯: কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন?
উত্তর: ১৯১৭ সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-১০: কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তর: কাজী নজরুল ইসলাম তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।

সংক্ষিপ্ত প্রশ্ন-১১: ‘মৃত্যু-ক্ষুধা’ কাজী নজরুল ইসলামের কী জাতীয় রচনা?
উত্তর: ‘মৃত্যু-ক্ষুধা’ কাজী নজরুল ইসলামের লেখা একটি উপন্যাস।

সংক্ষিপ্ত প্রশ্ন-১২: ‘কুহেলিকা’ কোন ধরনের রচনা?
উত্তর: ‘কুহেলিকা’ হলো উপন্যাস জাতীয় রচনা।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৩: ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
উত্তর: ‘শিউলিমালা’ কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৪: ‘যুগবাণী’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?
উত্তর: ‘যুগ-বাণী’ কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৫: ‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘রুদ্র-মঙ্গল’ গ্রন্থটির লেখক কাজী নজরুল ইসলাম।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৬: ‘রাজবন্দির জবানবন্দি’ গ্রন্থটির লেখকের নাম কী?
উত্তর: ‘রাজবন্দির জবানবন্দি’ গ্রন্থটির লেখকের নাম কাজী নজরুল ইসলাম।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৭: কত খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৮: কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ঢাকায় মৃত্যুবরণ করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-১৯: কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র মৃত্যুবরণ করেন।

মূলপাঠ

সংক্ষিপ্ত প্রশ্ন-২০: ‘আমার পথ’ প্রবন্ধে প্রবন্ধকারের কর্ণধার কে?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধে প্রবন্ধকারের কর্ণধার তিনি নিজেই।

সংক্ষিপ্ত প্রশ্ন-২১: আমার কর্ণধার কে?
উত্তর: আমার কর্ণধার আমি।

সংক্ষিপ্ত প্রশ্ন-২২: ‘আমার পথ’ প্রবন্ধে আমার পথ আমাকে কী দেখাবে?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধে আমার পথ আমাকে আমার সত্যকে দেখাবে।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৩: কাজী নজরুল ইসলামের মতে, আপন সত্য কী দেখাবে?
উত্তর: কাজী নজরুল ইসলামের মতে, আপন সত্যই পথ দেখাবে।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৪: ‘আমার পথ’ প্রবন্ধে বর্ণিত কে প্রাবন্ধিককে পথ দেখাবে?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধে বর্ণিত প্রাবন্ধিকের সত্যই তাঁকে পথ দেখাবে।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৫: ‘আমার পথ’ প্রবন্ধে কাকে লেখক সালাম জানিয়েছেন?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধে লেখক আপন সত্যকে সালাম জানিয়েছেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৬: প্রাবন্ধিক কোন পথকে বিপথ মনে করেন?
উত্তর: প্রাবন্ধিক সত্যের বিরোধী পথকে বিপথ মনে করেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৭: রাজভয়-লোকভয় কোনো ভয়ই লেখককে কোন পথে নিয়ে যাবে না?
উত্তর: রাজভয়-লোকভয় কোনো ভয়ই লেখককে বিপথে নিয়ে যাবে না।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৮: অন্তরে কীসের ভয় না থাকলে বাইরের কোনো ভাই কিছু করতে পারে না?
উত্তর: অন্তরে মিথ্যার ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না।

সংক্ষিপ্ত প্রশ্ন-২৯: প্রাবন্ধিকের মতে, কে বাইরে ভয় পায়?
উত্তর: প্রাবন্ধিকের মতে, যার ভেতরে ভয়, সেই বাইরে ভয় পায়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩০: প্রাবন্ধিকের মতে, কে মিথ্যাকে মিছেমিছি ভয় করে না।
উত্তর: প্রাবন্ধিকের মতে, যে মিথ্যাকে চেনে সে মিথ্যাকে মিছেমিছি ভয় করে না।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩১: যার মনে মিথ্যা সে কোনটিকে ভয় পায়?
উত্তর: যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় পায়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩২: কাজী নজরুল ইসলামের মতে কে মিথ্যাকে ভয় করে?
উত্তর: কাজী নজরুল ইসলামের মতে, যার মনে মিথ্যা সে-ই মিথ্যাকে ভয় করে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৩: কাজী নজরুল ইসলামের মতে, কাকে চিনলে আর কাউকে চিনতে বাকি থাকে না?
উত্তর: কাজী নজরুল ইসলামের মতে, নিজেকে চিনলে আর কাউকে চিনতে বাকি থাকে না।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৪: কী চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে?
উত্তর: নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৫: ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, কোন মানুষকে ভয় দেখিয়ে পদানত করে রাখা যায় না?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, যে নিজেকে চেনে তাকে ভয় দেখিয়ে পদানত করে রাখা যায় না।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৬: ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, কাউকে আর চিনতে বাকি থাকে না কার?
উত্তর: যে নিজেকে চেনে, তার আর কাউকে চিনতে বাকি থাকে না।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৭: আত্মকে চিনলে কী আসে?
উত্তর: আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৮: আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি কী?
উত্তর: নিজেকে চেনাই আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি।

সংক্ষিপ্ত প্রশ্ন-৩৯: কখন নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়?
উত্তর: খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪০: অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের কোনটিকে অস্বীকার করা হয়?
উত্তর: অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করা হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪১: কোন বিষয়টি মানুষকে ক্রমেই ছোটো করে ফেলে?
উত্তর: খুব বেশি বিনয় দেখানোর বিষয়টি মানুষকে ক্রমেই ছোটো করে ফেলে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪২: গান্ধীজি তাঁর দেশবাসীকে কী শেখাচ্ছিলেন?
উত্তর: গান্ধীজি তাঁর দেশবাসীকে স্বাবলম্বী হতে শেখাচ্ছিলেন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৩: কাজী নজরুল ইসলামের মতে, কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়?
উত্তর: কবি কাজী নজরুল ইসলামের মতে, পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে দেয়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৪: কোনটি সবচেয়ে বড়ো দাসত্ব?
উত্তর: পরাবলম্বন হচ্ছে সবচেয়ে বড়ো দাসত্ব।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৫: অন্তরে কী থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না?
উত্তর: অন্তরে গোলামির ভাব থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৬: কোন দিন আমরা সত্যি সত্যি স্বাধীন হব?
উত্তর: যেদিন আমরা আত্মনির্ভরশীল হতে পারব, সেদিনই আমরা সত্যি সত্যি স্বাধীন হব।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৭: ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৮: ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, কখন মনে একটা ‘ডোন্ট কেয়ার’ ভাব আসে?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, নিজেকে চিনতে পারলে মনে একটা ‘ডোন্ট কেয়ার’ ভাব আসে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৪৯: প্রাবন্ধিক কী থেকে সম্পূর্ণ মুক্ত?
উত্তর: প্রাবন্ধিক দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫০: সত্যকে কীভাবে পাওয়া যায়?
উত্তর: ভূলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫১: কাজী নজরুল ইসলামের মতে, সবচেয়ে বড়ো ধর্ম কী?
উত্তর: কাজী নজরুল ইসলামের মতে, মানুষ ধর্মই সবচেয়ে বড়ো ধৰ্ম।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫২: ‘আমার পথ’ প্রবন্ধে কোনটিকে সবচেয়ে বড়ো ধর্ম বলা হয়েছে?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধে মানুষ-ধর্মকে সবচেয়ে বড়ো ধর্ম বলা হয়েছে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৩: যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে কী থাকে না?
উত্তর: যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে ধর্মের বৈষম্য থাকে না।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৪: কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
উত্তর: যার নিজের ধর্মে বিশ্বাস আছে এবং যে নিজের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।

শব্দার্থ ও টীকা

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৫: ‘কুর্নিশ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কুর্নিশ’ শব্দের অর্থ— অভিবাদন বা সম্মান প্রদর্শন।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৬: কী করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়?
উত্তর: সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৭: সমাজের নিয়ম পাল্টাতে গেলে কাদের আক্রমণের শিকার হতে হয়?
উত্তর: সমাজের নিয়ম পাল্টাতে গেলে সমাজরক্ষকদের আক্রমণের শিকার হতে হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৮: ‘মেকি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মেকি’ শব্দের অর্থ মিথ্যা বা কপট।

সংক্ষিপ্ত প্রশ্ন-৫৯: ‘সম্মার্জনা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সম্মার্জনা’ শব্দের অর্থ হলো— মেজে ঘষে পরিষ্কার করা।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬০: ‘আগুনের ঝান্ডা’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘আগুনের ঝান্ডা’ শব্দটির অর্থ অগ্নিপতাকা।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬১: দেশের শত্রুকে দূর করতে কী প্রয়োজন?
উত্তর: দেশের শত্রুকে দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়োজন।

পাঠ-পরিচিতি

সংক্ষিপ্ত প্রশ্ন-৬২: ‘আমার পথ’ প্রবন্ধটি কোন প্রবন্ধগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘আমার পথ’ প্রবন্ধটি ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধ গ্রন্থ থেকে, নেওয়া হয়েছে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৩: কাজী নজরুল ইসলামের ‘আমি’ ভাবনা বিন্দুতে কীসের উচ্ছ্বাস জাগায়?
উত্তর: কাজী নজরুল ইসলামের ‘আমি’ ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৪: কোনটি কাজী নজরুল ইসলামের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু?
উত্তর: সত্যের উপলব্ধি কাজী নজরুল ইসলামের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৫: কোন বোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে?
উত্তর: মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে।

সংক্ষিপ্ত প্রশ্ন-৬৬: মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন?
উত্তর: সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে।

আরো দেখুনঃ

এখানে কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ প্রবন্ধের ৬৬টি সংক্ষিপ্ত প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন এবং এর উত্তর দেওয়া হলো। এখান থেকে চাইলে নিচে থেকে পিডিএফও ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button