Bangla

আমার পথ প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর [বহুনির্বাচনী]

HSC বাংলা প্রথম পত্রের কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ প্রবন্ধের MCQ প্রশ্ন এবং উত্তর নিচে প্রকাশ করা হলো।

উচ্চমাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশের একটি প্রবন্ধের নাম আমার পথ। ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘রুদ্র-মঙ্গল’ থেকে সংকলিত হয়েছে। আমার পথ প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর নিচে দেয়া হলো।

আমার পথ প্রবন্ধের MCQ প্রশ্ন

আমার পথ প্রবন্ধে নজরুল বলতে চেয়েছেন, আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য। আমি আপন সত্য ছাড়া কাউকে কুর্নিশ করি না। তিনি এমন এক ‘আমি’র আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ; সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ। নজরুলের এই ‘আমি’ সত্তা রুদ্র-তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে।

কবি তার মতো যারা সত্যপথের পথিক হতে চায় তাদের প্রতি তার স্বনির্ধারিত জীবন-সংকল্পকে ছড়িয়ে দিতে চান। তিনি মনে করেন, তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান কিন্তু যাদের মধ্যে সত্যের দম্ভ রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব।

আমার পথ প্রবন্ধের MCQ প্রশ্ন ও উত্তর

এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত আমার পথ প্রবন্ধের MCQ প্রশ্ন বা বহুনির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর নিচে দেওয়া হলো-

প্রশ্ন-১. নজরুলের বিদ্রোহ মূলত কার বিরুদ্ধে?
ক. শোষণের
খ. অন্যায়ের
গ. নির্যাতনের
ঘ. ভণ্ডামির

উত্তর: (খ); অন্যায়ের

প্রশ্ন-২. মাত্র তেতাল্লিশ বছর বয়সে কাজী নজরুল ইসলাম ‘সাহিত্য সাধনায় ইতি টানলেন কেন?
ক. অভিমান করে
খ. রোগাক্রান্ত হয়ে
গ. ব্রিটিশদের শাস্তির ভয়ে
ঘ. অর্থনৈতিক কারণে

উত্তর: (খ); রোগাক্রান্ত হয়ে

প্রশ্ন-৩. ‘আমার পথ’ প্রবন্ধে বর্ণিত কাজী নজরুল ইসলামের মতে, মহাত্মা গান্ধী আমাদের কী শিখিয়েছিলেন?
ক. পরনির্ভরশীলতা
খ. আত্মপ্রত্যয়
গ. স্বাবলম্বন
ঘ. দেশপ্রেম

উত্তর: (গ); স্বাবলম্বন

প্রশ্ন-৪. কী উপায়ে সত্যকে পাওয়া সম্ভব বলে প্রাবন্ধিক মনে করেছেন?
ক. জ্ঞানার্জনের মাধ্যমে
খ. ভুলকে শনাক্তের মাধ্যমে
গ. সংগ্রামের মাধ্যমে
ঘ. দৃঢ়প্রত্যয়ের মাধ্যমে

উত্তর: (খ); ভুলকে শনাক্তের মাধ্যমে

প্রশ্ন-৫. ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, মানুষ ক্রমেই ছোট হয়ে যায় কীভাবে?
ক. মিথ্যাকে আশ্রয় করে
খ. অসচেতনতার কারণে
গ. বিনয় প্রকাশের মধ্য দিয়ে
ঘ. স্বীয়সত্যকে অবজ্ঞার মাধ্যমে

উত্তর: (ঘ); স্বীয়সত্যকে অবজ্ঞার মাধ্যমে

প্রশ্ন-৬. কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
ক. যার গভীর জ্ঞান আছে
খ. যার অন্য ধর্মে বিশ্বাস আছে
গ. যার নিজের ধর্মে বিশ্বাস আছে
ঘ. যার মনে স্রষ্টাভীতি আছে

উত্তর: (গ); যার নিজের ধর্মে বিশ্বাস আছে

প্রশ্ন-৭. ‘একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। ও যার আপন খবর আপনার হয় না।’ লালনের এ কথাটি ‘আমার পথ’ প্রবন্ধের কোন কথার সমার্থক?
ক. এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি
খ. সত্যকে চিনলে মিথ্যার ভয় থাকে না
গ. আমার পথ দেখাবে আমার সত্য
ঘ. মিথ্যা বিনয় মানুষকে অনেক ছোট করে

উত্তর: (গ); আমার পথ দেখাবে আমার সত্য

প্রশ্ন-৮. বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে শত্রুর মোকাবিলা করতে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেছিলেন। তাঁর এই বক্তব্য ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটিকে প্রকাশ করে?
ক. আত্মবিশ্বাস
খ. আত্মসচেতনতা
গ. আত্মনির্ভরতা
ঘ. আত্মগৌরব

উত্তর: (গ); আত্মনির্ভরতা

প্রশ্ন-৯. ‘আমার পথ’ প্রবন্ধে নজরুল ইসলাম নিজেকে চেনা বলতে বুঝিয়েছেন—
i. নিজ সত্যকে চেনা
ii. নিজ লক্ষ্য ও বোধকে চেনা।
iii. নিজের জাতীয়তাবাদকে চেনা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (ক); i ও ii

নিচের উদ্দীপকটি পড়ে ১০১১ নম্বর প্রশ্নের উত্তর দাও

রায়হান একজন উচ্চশিক্ষিত যুবক। পড়াশোনা শেষে সবাই চাকরির পেছনে ছুটলেও রায়হান তা করে না। সে গ্রামের বাড়িতে গিয়ে কৃষি খামার স্থাপন করে।

প্রশ্ন-১০. উদ্দীপকের রায়হানের ক্ষেত্রে ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে?
ক. ব্যক্তিস্বাধীনতা
খ. আত্মনির্ভরতা
গ. আত্মকেন্দ্রিকতা
ঘ. আত্মপ্রতিষ্ঠা

উত্তর: (খ); আত্মনির্ভরতা

প্রশ্ন-১১. প্রাবন্ধিকের মতানুযায়ী রায়হানের মতো মানসিকতাসবাই ধারণ করতে পারলে-
i. জাতি দাসত্বের শৃঙ্খলমুক্ত হবে
ii. অন্তরের গোলামি ভাব দূর হবে
iii. মানবিক সহায়ক বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (ক); i ও ii

প্রশ্ন-১২. সমাজের নিয়ম পাল্টাতে গেলে কাদের আক্রমণের শিকার হতে হবে?
ক. সমাজরক্ষকদের
খ. সমাজসেবীদের
গ. খেটে খাওয়া মানুষদের
ঘ. ধর্মীয় নেতাদের

উত্তর: (ক); সমাজরক্ষকদের

প্রশ্ন-১৩. ‘আমার পথ’ প্রবন্ধের প্রাবন্ধিকের প্রত্যাশার মধ্যে কোন বিষয়টি মুখ্য হয়ে উঠেছে?
ক. দুর্বিনীত হওয়া
খ. আত্মপ্রত্যয়ী হওয়া
গ. কল্যাণকামী হওয়া
ঘ. পরিশ্রমী হওয়া

উত্তর: (খ); আত্মপত্যয়ী হওয়া

প্রশ্ন-১৪. লেখকের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু কী?
ক. অহংকার
খ. সত্যের উপলব্ধি
গ. স্বাবলম্বন
ঘ. মানবধর্ম

উত্তর: (খ); সত্যের উপলব্ধি

প্রশ্ন-১৫. ‘আমার পথ’ প্রবন্ধ পাঠ করে শিক্ষার্থীরা-
i. আত্মপ্রত্যয়ী হবে
ii. দায়িত্ববান হনে
ii. সংগ্রামী হবে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (ঘ); i, ii ও iii

প্রশ্ন-১৬. নজরুল কবে বাঙালি পল্টনে যোগ দেন?
ক. ১৯২০
খ. ১৯২৩
গ. ১৯১৭
ঘ. ১৯২২

উত্তর: (গ); ১৯১৭

প্রশ্ন-১৭. কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না?
ক. যারা কপট আচরণ করে
খ. যাদের অন্তরে সত্যের স্থান নাই
গ. যাদের অন্তরে গোলামির ভাব
ঘ. যারা আলসেমি করে

উত্তর: (গ); যাদের অন্তরে গোলামির ভাব

প্রশ্ন-১৮. ‘নিজেকে জানো’ – উক্তিটি আমার পথ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে?
ক. স্বাবলম্বন
খ. আত্মনির্ভরশীল
গ. আত্মনির্ভরতা
ঘ. পরাবলম্বন

উত্তর: (ক); স্বাবলম্বন

প্রশ্ন-১৯. মোখলেছ সব সময় তার অফিসের বড় কর্তার সামনে মাথা হেঁট করে থাকে। এমনকি বড় কর্তা তাকে শত অপমান করলেও সে তা গায়ে মাখে না— ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে উদ্দীপকের মোখলেছ কোনটিকে অস্বীকার করেছে
ক. ব্যক্তিত্ববোধকে
খ. বিবেকবোধকে
গ. আত্মসম্মানকে
ঘ. আপন সত্যকে

উত্তর: (ঘ); আপন সত্যকে

প্রশ্ন-২০. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কীভাবে মানুষ ক্রমেই নিজেকে ছোটো করে ফেলে?
ক. খুব বেশি বিনয় দেখাতে গিয়ে
খ. খুব বেশি মহত্ত্ব প্রকাশ করতে গিয়ে
গ. খুব বেশি আনুগত্য প্রকাশ করতে গিয়ে
ঘ. খুব বেশি সহানুভূতিশীল হতে গিয়ে

উত্তর: (ক); খুব বেশি বিনয় দেখাতে গিয়ে

প্রশ্ন-২১. ‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম গোটা মানবসমাজকে কী করতে চেয়েছেন?
ক. ঐক্যবদ্ধ
খ. পরিশ্রমী
গ. প্রত্যয়ী
ঘ. কর্মমুখী

উত্তর: (ক); ঐক্যবন্ধ

প্রশ্ন-২২. পরাবলম্বনকে প্রাবন্ধিক কীসের সাথে তুলনা করেছেন?
ক. পরনির্ভরশীলতা
খ. দাসত্ব
গ. নিস্ক্রিয়তা
ঘ. আত্মনির্ভরতা

উত্তর: (খ); দাসত্ব

প্রশ্ন-২৩. ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক বাইরের গোলামি বলতে কী বুঝিয়েছেন?
ক. ঈশ্বরের গোলামি করা
খ. সমাজের গোলামি করা
গ. মিথ্যার গোলামি করা
ঘ. ধর্মের গোলামি করা

উত্তর: (খ); সমাজের গোলামি করা

প্রশ্ন-২৪. ‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করেছেন যেটির সঙ্গে—
i. কর্ণধার
ii. পথপ্রদর্শক
ii. কাণ্ডারি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (ঘ); i, ii ও ii

প্রশ্ন-২৫. ‘আমার পথ’ প্রবন্ধে নজরুলের আমি ভাবনা-
i. বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়
ii. সিন্ধুতে মহাসাগরের উচ্ছ্বাস জাগায়
iii. সত্য প্রকাশের আহ্বান জাগায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (খ); i ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৬২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

কাদের জীবনে নানা ধরনের ভুল করেছে। এখন সে বুঝতে পেরেছে জীবনে ভুল না করলে তার পক্ষে সঠিক পথ খোঁজা সম্ভবপর হতো না।

প্রশ্ন-২৬. উদ্দীপকের সাথে ‘আমার পথ’ প্রবন্ধের কোন বিষয়টির মিল রয়েছে?
ক. ভুলের মধ্য দিয়েই সত্যকে পাওয়া যায়
খ. ভুল থেকেই সঠিক পথ সৃষ্টি হয়
গ. ভুল স্বীকার করলে সত্যকে জানা যায়
ঘ. ভুল পথে চলা খারাপ নয়

উত্তর: (ক); ভুলের মধ্য দিয়েই সত্যকে পাওয়া যায়

প্রশ্ন-২৭. উদ্দীপকটি ‘আমার পথ’ প্রবন্ধের যে বক্তব্যের প্রতিনিধিত্ব করে তা হলো-
i. আমার পথ দেখাবে আমার সত্য
ii. ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়
iii. জেদের বশে ভুলকে ধরে রাখা যাবে না

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (ঘ); i, ii ও iii

প্রশ্ন-২৮. কাকে চিনলে আত্মনির্ভরতা আসে?
ক. আত্মাকে
খ. দেশকে
গ. অর্থকে
ঘ. সত্যকে

উত্তর: (ক); আত্মাকে

প্রশ্ন-২৯. ‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. ব্যথার দান
খ. যুগবাণী
গ. রিক্তের বেদন
ঘ. রুদ্রমঙ্গল

উত্তর: (ঘ); রুদ্রমঙ্গল

প্রশ্ন-৩০. মহাত্মা গান্ধী মানুষকে কী শিখিয়েছিলেন?
ক. স্বাবলম্বন ও অটুট বিশ্বাস
খ. অবলম্বন ও অটুট বিশ্বাস
গ. পরনির্ভরতা ও অটুট বিশ্বাস
ঘ. দাসত্ব ও অটুট বিশ্বাস

উত্তর: (ক); স্বাবলম্বন ও অটুট বিশ্বাস

প্রশ্ন-৩১. কাজী নজরুল ইসলাম কোন পরিচয়ে সমধিক পরিচিতি লাভ করেছেন?
ক. প্রাবন্ধিক
খ. ঔপন্যাসিক
গ. কবি
ঘ. গীতিকার

উত্তর: (গ); কবি

প্রশ্ন-৩২. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন?
ক. ১৯১৫
খ. ১৯১৭
গ. ১৯১৯
ঘ. ১৯২১

উত্তর: (খ); ১৯১৭

প্রশ্ন-৩৩. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ?
ক. বাঁধনহারা
খ. মৃত্যু-ক্ষুধা
গ. শিউলিমালা
ঘ. কুহেলিকা

উত্তর: (গ); শিউলিমালা

প্রশ্ন-৩৪. কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ক. সিন্ধু-হিল্লোল
খ. যুগ-বাণী
গ. শিউলিমালা
ঘ. রুদ্র-মঙ্গল

উত্তর: (খ); যুগ-বাণী

প্রশ্ন-৩৫. ‘রাজবন্দির জবানবন্দি’ কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?
ক. কাব্যগ্ৰন্থ
খ. প্রবন্ধগ্রন্থ
গ. নাট্যগ্রন্থ
ঘ. গল্পগ্রন্থ

উত্তর: (খ); প্রবন্ধগ্রন্থ

প্রশ্ন-৩৬. কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কাঁঠালপাড়া গ্রামে
খ. পায়রাবন্দ গ্রামে
গ. মুরারিপুর গ্রামে
ঘ. চুরুলিয়া গ্রামে

উত্তর: (ঘ); চুরুলিয়া গ্রামে

প্রশ্ন-৩৭. কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯৬ খ্রিস্টাব্দে
খ. ১৮৯৮ খ্রিস্টাব্দে
গ. ১৮৯৭ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৯৯ খ্রিস্টাব্দে

উত্তর: (ঘ); ১৮৯৯

প্রশ্ন-৩৮. আমাদের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কে?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. ফররুখ আহমেদ

উত্তর: (খ); কাজী নজরুল ইসলাম

প্রশ্ন-৩৯. কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে সমধিক পরিচিতি লাভ করেছিলেন কী কারণে?
ক. শাসক গোষ্ঠীর বিরোধিতার জন্য
খ. ধনিক গোষ্ঠীর বিরোধিতার জন্য
গ. কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য
ঘ. অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য

উত্তর: (ঘ); অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য

প্রশ্ন-৪০. ১৯১৭ সালে কাজী নজরুল ইসলাম কীসে যোগদান করেন?
ক. সেনাবাহিনীতে
খ. পুলিশবাহিনীতে
গ. লেটোর দলে
ঘ. সাম্যবাদী ধারার রাজনীতিতে

উত্তর: (ক); সেনাবাহিনীতে

প্রশ্ন-৪১. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাক্‌শক্তি হারান?
ক. ৪০ বছর
খ. ৪১ বছর
গ. ৪২ বছর
ঘ. ৪৩ বছর

উত্তর: (ঘ); ৪৩ বছর

প্রশ্ন-৪২. কাজী নজরুল ইসলামকে কখন এদেশে বরণ করে নেওয়া হয়?
ক. স্বাধীনতার পূর্বে
খ. স্বাধীনতার পরে
গ. কবি খ্যাতির পরে
ঘ. মৃত্যুর পরে

উত্তর: (খ); স্বাধীনতার পরে

প্রশ্ন-৪৩. কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়?
ক. চুরুলিয়া গ্রামে
খ. কলকাতায়
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
ঘ. ঢাকা মেডিকেলের প্রবেশমুখে

উত্তর: (গ); ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে

প্রশ্ন-৪৪. কাজী নজরুল ইসলামকে কোন মর্যাদায় সমাহিত করা হয়েছে?
ক. পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়
খ. রাষ্ট্রীয় অতিথির মর্যাদায়
গ. শ্রেষ্ঠ নাগরিকের মর্যাদায়
ঘ. সেরা বুদ্ধিজীবীর মর্যাদায়

উত্তর: (ক); পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

প্রশ্ন-৪৫. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. মৃত্যু-ক্ষুধা
খ. ব্যথার দান
গ. রিক্তের বেদন
ঘ) রুদ্র-মঙ্গল

উত্তর: (ক); মৃত্যু-ক্ষুধা

প্রশ্ন-৪৬. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
ক. ১৯৭৪ খ্রিষ্টাব্দে
খ. ১৯৭৫ খ্রিস্টাব্দে
গ. ১৯৭৬ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৭৭ খ্রিষ্টাব্দে

উত্তর: (গ); ১৯৭৬ খ্রিস্টাব্দে

প্রশ্ন-৪৭. ‘এক হাতে বাঁশি আরেক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল’ এই পক্তি দ্বারা প্রকাশ পায়, নজরুল ছিলেন-
i. প্রেমের কবি
ii. সাম্যের কবি
iii. দ্রোহের কবি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

উত্তর: (খ); i ও iii

প্রশ্ন-৪৮. কাজী নজরুল ইসলাম ‘আমার পথ’ প্রবন্ধে কোনটিকে সালাম জানিয়েছেন?
ক. তারুণ্যকে
খ. সত্যকে
গ. মৃত্যুকে
ঘ. ভয়কে

উত্তর: (খ); সত্যকে

প্রশ্ন-৪৯. কখন মানুষ মিথ্যাকে মিছামিছি ভয়ও করে না?
ক. যখন সত্যকে মানে
খ. যখন মিথ্যাকে চেনে
গ. যখন বাইরেকে জানে
ঘ. যখন অন্তরকে চেনে

উত্তর: (খ); যখন মিথ্যাকে চেনে

প্রশ্ন-৫০. ‘যার মনে মিথ্যা’ বলতে ‘আমার পথ’ প্রবন্ধে কী বোঝানো হয়েছে?
ক. অসত্যের প্রভাব
খ. কপট মনোভাব
গ. দাম্ভিকতায় পূর্ণ
ঘ. দাসত্ব মনোভাব

উত্তর: (ক); অসত্যের প্রভাব

প্রশ্ন-৫১. মিথ্যার ভয়কে জয় করার জন্য কোনটি প্রয়োজন?
ক. দুঃসাহস
খ. অধ্যবসায়
গ. আত্মনির্ভরতা
ঘ. নিজেকে চেনা

উত্তর: (ঘ); নিজেকে চেনা

প্রশ্ন-৫২. মানুষ কীভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে?
ক. নিজেকে চেনার মাধ্যমে
খ. পুণ্যের পথকে চেনার মাধ্যমে
গ. মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে
ঘ. অপরের কল্যাণ সাধনের মাধ্যমে

উত্তর: (ক); নিজেকে চেনার মাধ্যমে

প্রশ্ন-৫৩. ‘আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।” উদ্দীপকের ভাবের সাথে ‘আমার পথ’ প্রবন্ধের কোন চরণটির ভাবগত সাদৃশ্য লক্ষ করা যায়?
ক. আমার কর্ণধার আমি
থ. আমার পথ দেখাবে আমার সত্য
গ. আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে
ঘ. আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে

উত্তর: (ক); আমার কর্ণধার আমি

প্রশ্ন-৫৪. ‘কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না’- এখানে কার কথা বলা হয়েছে?
ক. সাহসী ব্যক্তি
খ. দাম্ভিক ব্যক্তি
গ. ক্ষমতাবান ব্যক্তি
ঘ. আত্মবিশ্বাসী ব্যক্তি

উত্তর: (ঘ); আত্মবিশ্বাসী ব্যক্তি

প্রশ্ন-৫৫. ‘আমার পথ’ প্রবন্ধে কোনটাকে প্রবন্ধকার দম্ভ বলতে রাজি নন?
ক. বিনয়কে
খ. সত্য স্বীকারোক্তিতে
গ. নিজেকে চেনাকে
ঘ. আপন অহংকারকে

উত্তর: (গ); নিজেকে চেনাকে

প্রশ্ন-৫৬. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কীভাবে মানুষ ক্রমেই নিজেকে ছোটো করে ফেলে?
ক. খুব বেশি বিনয় দেখাতে গিয়ে
খ. খুব বেশি মহত্ত্ব প্রকাশ করতে গিয়ে
গ. খুব বেশি আনুগত্য প্রকাশ করতে গিয়ে
ঘ. খুব বেশি সহানুভূতিশীল হতে গিয়ে

উত্তর: (ক); খুব বেশি বিনয় দেখাতে গিয়ে

প্রশ্ন-৫৭. ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক বিনয়ের চেয়ে সত্যের অহংকারকে উত্তম বলেছেন কেন?
ক. বিনয় দাসত্ব সৃষ্টি করে বলে
খ. বিনয় দম্ভ নষ্ট করে বলে
গ. বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে
ঘ. বিনয়ে হীনস্বার্থ লুকিয়ে থাকে বলে

উত্তর: (গ); বিনয় আপন সত্যকে ঢেকে দেয় বলে

প্রশ্ন-৫৮. কাজী নজরুল ইসলামের মতে কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে?
ক. সদালাপ
খ. মিথ্যা বিনয়
গ. মিথ্যা দণ্ড
ঘ. স্পষ্ট কথা

উত্তর: (ঘ); স্পষ্ট কথা

প্রশ্ন-৫৯. স্পষ্ট কথা বলায় কী থাকে?
ক. অবিনয়
খ. অহংকার
গ. আত্মবিশ্বাস
ঘ. পৌরুষ

উত্তর: (ক); অবিনয়

প্রশ্ন-৬০. কখন নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস আসে?
ক. নিজেকে চিনলে
খ. বিশ্বকে চিনলে
গ. শক্তিমান হলে
খ. চিন্তাশীল হলে

উত্তর: (ক); নিজেকে চিনলে

আরো দেখুনঃ আমার পথ প্রবন্ধের অনুধাবন প্রশ্নের উত্তর

এখানে আমার পথ প্রবন্ধের মোট ৬০টি এমসিকিউ বা বহুবির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর দেওয়া হলো। নিচে থেকে চাইলে এর পিডিএফ ও ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button